পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি কে অ্যান্ড কিউ লিমিটেড চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের (জানুয়ারি – মার্চ ২০২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
অনিরীক্ষিত প্রতিবেদন অনুসারে, প্রথম তিন প্রান্তিক তথা হিসাববছরের প্রথম ৯ মাসে (জুলাই ২০১৯ – মার্চ ২০২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৫৮ পয়সা। গত অর্থবছরের একই সময়ে আয় ছিল ৬৫ পয়সা।
কোম্পানিটি প্রথম ৩ মাসে (জানুয়ারি ২০২০ – মার্চ ২০২০) আয় করেছে ২৫ পয়সা। আগের বছর একই সময় আয় করেছিল ৩৪ পয়সা।
তিন প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল ৩ টাকা ৩৭ পয়সা। আগের বছরের একই সময়ে ক্যাশ ফ্লো ছিল ৩ টাকা ৬৩ পয়সা।
৩১ মার্চ, ২০২০ কোম্পানিটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য ছিল ৭৬ টাকা ৮৪ পয়সা। ♦
— সংবাদ সংস্থার সাহায্য নিয়ে লেখা