কুবিতে যৌন হয়রানি প্রতিরোধে নীতিমালা

0

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) ‘যৌন হয়রানি প্রতিরোধবিষয়ক নীতিমালা প্রণয়ন’ শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ইউএন-উইমেন ও বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে গতকাল সোমবার বেলা ১১টায় ভার্চুয়াল প্ল্যার্টফর্ম জুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

‘আমরাই পারি’ এর নির্বাহী সময়ন্বয়কারী জিনাত আরা হকের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এমরান কবির চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ইউএন-উইমেন বাংলাদেশের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ সুকু ইসাকো, বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক ড. মো. আবু তাহের প্রমুখ। আরও ছিলেন ‘আমরাই পারি’ এর চেয়ারপারসন সুলতানা কামাল, গ্লোবাল অ্যাফেয়ার্স কানাডার ডেভেলমেন্ট অ্যাডভাইজার ফারজানা সুলতানা, বিশ্ববিদ্যালয়ের যৌন হয়রানি প্রতিরোধ কমিটির চেয়ারম্যান ও লোকপ্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌস, দৃষ্টি কুমিল্লার নির্বাহী পরিচালক পাপড়ি বোস প্রমুখ।

উপাচার্য বলেন, ছেলেদের পাশাপাশি মেয়েদের এগিয়ে নিতে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয় পরিবার সবসময় সচেষ্ট। আমাদের নতুন ক্যাম্পাসের পরিকল্পনায় ছেলেদের জন্য দুটি হলের পাশাপাশি মেয়েদের জন্যও দুটি হলো নির্মাণ করেছি। মেয়েদের জন্য সব সুযোগ-সুবিধা থাকবে সেখানে। মেয়েরা পিছিয়ে থাকবে না। মেয়েদের পিছিয়ে পড়ার প্রবণতা থেকে বের হয়ে আসতে যৌন প্রতিরোধবিষয়ক নানা প্রোগ্রাম করা দরকার।

এ সময় বিশ্ববিদ্যালয়ের নানা অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, নানা বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

Share.