কাট-অব প্রাইসের ২০ শতাংশ কমে শেয়ার ইস্যু করবে ওয়ালটন

0

রোনা মহামারির সময়ে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনায় নিয়েছে ওয়ালটন। কাট-অব প্রাইসের ২০ শতাংশ কমে শেয়ার ইস্যু করতে চায় তারা। বুক বিল্ডিং পদ্ধতিতে পুঁজিবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ায় রয়েছে কোম্পানিটি।

রোববার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে এ সংক্রান্ত আবেদন করেছে ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড। ফলে নির্ধারিত শেয়ারের চেয়ে আরও ১ লাখ, ৬৯ হাজার ৬৭৬ টি বেশি শেয়ার ইস্যু করতে যাচ্ছে ওয়ালটন।

মূলত, শেয়ারসমূহ কম মূল্যে ইস্যু করতে বুকবিল্ডিং পদ্ধতিতে শেয়ার ইস্যুর সংশ্লিষ্ট ধারা হতে অব্যাহতির জন্য কোম্পানি কর্তৃপক্ষ বিএসইসির কাছে আবেদন করেছে। সম্প্রতি ওয়ালটন হাইটেক ইন্ডাষ্ট্রিজের পরিচালনা পর্ষদ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

Share.