ওয়র্ক ফ্রম হোম বা বাসা থেকে কাজ করার সমস্যাগুলোকে সমাধান করতে কর্মীদের এক হাজার ডলার করে দিচ্ছে গুগল।
এ টাকা দিয়ে কর্মীরা ‘বাসার অফিস’ সেটআপ করতে প্রয়োজনীয় যন্ত্রাংশ কিনবেন। কোম্পানিটির কাছে বিষয়টি গুরুত্বপূর্ণ কারণ গুগল মনে করে কর্মীদের কর্ম সময় ও ব্যক্তিগত সময়কে সম্পূর্ণ আলাদা করতে পারলে তবেই বাসা থেকে কাজের পূর্ণ সুফল পাওয়া যাবে।
বাসা থেকে কাজের বিষয়টি টেকসই করার দিকে নজর দিয়েছে গুগল। কারণ পরিস্থিতি মোতাবেক কোম্পানিটির বেশিরভাগ কর্মীদের এ বছরের বাকী অংশ বাসা থেকেই কাজ করতে বলা হতে পারে।
দীর্ঘমেয়াদে বাসা থেকে কাজ করার ফলে সৃষ্ট মানসিক সমস্যা, ওয়ার্ক লাইফ ব্যালেন্স বিষয়ক সমস্যা, সামাজিক বিচ্ছিন্নতার মতো বিষয়গুলো দেখার জন্য গুগলের আছে একটি দল। তারা বিশ্বব্যাপী ছড়িয়ে থাকা গুগল কর্মীদের মানসিক স্বাস্থ্য ও ভালো থাকার বিষয়টি তদারকি করেন। ♦