সংযুক্ত আরব আমিরাতভিত্তিক ভারতীয় কোম্পানি আরিস গ্রুপ প্রতিষ্ঠার ২৫ বছর পূর্তি উপলক্ষে কর্মী ও তাদের পরিবারের জন্য ১৩ দশমিক ৪ মিলিয়ন দিরহাম পুরস্কার ঘোষণা করেছে।
শারজায় অ্যারিস গ্রুপ অব কোম্পানির সদর দপ্তর। এ অফিসের ২৫ জন কর্মচারীর পিতামাতাকেও জমকালো রজত জয়ন্তী উদযাপনের জন্য আমিরাতে নেয়া হয়েছে।
অ্যারিস গ্রুপের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা সোহান রায় কর্মী, তাদের বাবা-মা, স্ত্রী ও সন্তানদের জন্য রজত জয়ন্তী উপহার ঘোষণা করেছেন।
একজন মেরিন ইঞ্জিনিয়ার থেকে ব্যবসায়ী ও চলচ্চিত্র নির্মাতা বনে যাওয়া রায় বলেন, আমরা আমাদের কর্মী ও তাদের পরিবারের প্রতিশ্রুতি-দক্ষতার জন্য কৃতজ্ঞ।
এই বিলিয়নিয়ার আরও বলেন, তারা আমাদের কোম্পানির জন্য যা করেছে তার জন্য তাদের ধন্যবাদ।
তিনি বলেন, আমরা বিশ্বাস করি যেকোনো ব্যবসার সাফল্যের ক্ষেত্রে কর্মীদের খুশি থাকার বিষয়টি সম্পর্কিত। অনুষ্ঠানে কর্মীদের বাবা-মাসহ পুরো পরিবারকে আর্থিক পুরস্কার দেয়ার মতো উদ্যোগগুলো এই প্রতিশ্রুতিরই প্রমাণ। এই ধরনের উদ্যোগে কর্মী ও তাদের পরিবারের মধ্যে সম্পর্ক ভালো হয়।
‘একই সঙ্গে এই কোম্পানিতে কাজ করে তারা গর্বিত হবে।’ ♦