করোনাভাইরাস ঠেকানো ও নিষ্ক্রিয়করণে সক্ষম একটি নতুন ধরনের মাস্ক তৈরি করেছে সুইজারল্যান্ডের লিভিংগার্ড টেকনোলজিস নামের একটি গবেষণা সংস্থা।
৬৫ হাজারের বেশি পরীক্ষা-নিরীক্ষার পরে একশোর বেশি পেটেন্ট ফাইল করে এটি বাজারে ছেড়েছে তারা। সংস্থাটির দাবি, করোনাভাইরাস সার্স কভ-২কেও এই মাস্ক ৯৯.৯৯ শতাংশ নিষ্ক্রিয় করবে৷
শুধু সুইজারল্যান্ডে নয়, জার্মানি, যুক্তরাস্ট্র, সিঙ্গাপুর, জাপান, দক্ষিণ আফ্রিকা ও ভারতেও কাজ করে সংস্থাটি। এসব দেশে পাওয়া যাচ্ছে তাদের এ মাস্ক। জানা গেছে, সব কাউন্টার অথবা খোলা বাজারে যেসব মাস্ক সাধারণত পাওয়া যাচ্ছে, সেসব প্রতিরোধমূলক। তবে লিভিংগার্ডের এ বিশেষ মাস্ক শুধু প্রতিরোধমূলক নয়, নিরাপত্তামূলকও। এটি ব্যবহারকীকে রক্ষা তো করেই সংক্রমণ থেকে, সেসঙ্গে কাছাকাছি থাকা সবাইকেও উপকৃত করে। ♦