করোনার প্রথম ‘কার্যকর’ টিকা আবিষ্কারের দাবি ইতালির বিজ্ঞানীদের

0
ভেল করোনাভাইরাসের ‘কার্যকর’ টিকা তৈরিতে সাফল্য দাবি করেছেন ইতালির একদল বিজ্ঞানী। তাদের দাবি, এ টিকা ‘সফলভাবে’ মানুষের শরীরে কাজ করতে সক্ষম। ভারতীয় সংবাদ মাধ্যম দি হিন্দু বিজনেস লাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। রোমের স্পালানজানি হাসপাতালে সংক্রমণ রোগ বিশেষজ্ঞরা টিকার পরীক্ষা করেছেন।

বিজ্ঞানীরা বলেছেন, টিকাটি ইঁদুরের ওপর প্রয়োগ করে সফলতা পাওয়া গেছে। টিকাটি প্রয়োগের পর ইঁদুরের মধ্যে এমন এক ধরনের অ্যান্টিবডি সক্রিয় হয়ে ওঠে, যা ভাইরাস প্রতিরোধী। মানুষের কোষেও ওই একই অ্যান্টিবডি কাজ করতে সক্ষম।

টিকাটি তৈরি করেছে ইতালির জৈবপ্রযুক্তি কোম্পানি টাকিস। প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী লুইজি আউরিসচিও বলেন, এ গ্রীষ্মের পরই মানুষের শরীরে টিকার পরীক্ষামূলক প্রয়োগ শুরু হবে। যুক্তরাষ্ট্রের ওষুধ কোম্পানি লিনিআরএক্সের সঙ্গে মিলে করোনাভাইরাসের টিকা তৈরিতে আরও অগ্রসর হওয়ার চেষ্টা চলছে।

করোনাভাইরাসের টিকা আবিষ্কারে নানা তৎপরতা শুরু করেছে বিশ্বের অনেক বৃহৎ ওষুধ ও জৈবপ্রযুক্তি প্রতিষ্ঠান। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) জানিয়েছে, এ মুহূর্তে বিশ্বজুড়ে প্রায় ৭০টি টিকা তৈরির কার্যক্রম চলছে।

Share.