করোনামুক্ত চার নারী ফুটবলারসহ দুই স্টাফ

0

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ক্যাম্পে চার নারী ফুটবলার করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। দ্বিতীয়বার পরীক্ষায় তাদের ফল নেগেটিভ এসেছে।

সিরাত জাহান সপ্না, রেহানা আক্তার, শামসুন্নাহার ও আনাই মোগিনি কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছিলেন।

করোনা পজিটিভ হওয়ার পর তারা বাফুফের ক্যাম্পে আইসোলেশনে ছিলেন। সেখানে তাদের চিকিৎসাসেবার ব্যবস্থা করে বাফুফে।

জানা গেছে, ১০ অক্টোবর বাফুফে ভবনে অনূর্ধ্ব-১৭ মেয়েদের আবাসিক ক্যাম্প শুরু হয়েছে। ক্যাম্প শুরুর আগে সব খেলোয়াড় ও স্টাফের করোনাভাইরাস পরীক্ষা করা হয়।

ক্যাম্প শুরুর ১৫ দিন পরপর খেলোয়াড়সহ সবাইকে করোনা পরীক্ষা করিয়েছে বাফুফে। ২৫ নভেম্বর এ চার ফুটবলার ও দুই স্টাফের ফল পজিটিভ আসে। ১ ডিসেম্বর তাদের পুনরায় কোভিড-১৯ পরীক্ষা করানো হলে বুধবার সবার ফল নেগেটিভ আসে।

Share.