করোনাভাইরাস সুরক্ষায় সরবরাহ চেইনের বিস্তারিত জানিয়েছে অ্যাপল

0

কোভিড-১৯ চ্যালেঞ্জের মুখে নিজেদের বৈশ্বিক সরবরাহ চেইন ঠিক রাখতে ও কর্মীদের নিরাপদে কাজে ফিরিয়ে আনার লক্ষ্যে স্বাস্থ্য পরীক্ষা, জনসমাগম কমানো আর সামাজিক দূরুত্ব বজায় রাখার ব্যবস্থা নিচ্ছে যুক্তরাস্ট্রের প্রযুক্তি প্রতিষ্ঠান অ্যাপল।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, বিশ্বব্যাপী নিজেদের সরবরাহকারীদের মধ্যে প্রতিটি দেশের পরিস্থিতি অনুযায়ী সুরক্ষা ব্যবস্থা নেওয়া হবে। খবর আইএএনএস।

সম্প্রতি বার্ষিক “সাপ্লায়ার রেসপনসিবিলিটি প্রগ্রেস রিপোর্ট” প্রকাশ করেছে অ্যাপল। এতে প্রতিষ্ঠানটির অপারেশন বিভাগের জ্যেষ্ঠ ভাইস প্রেসিডেন্ট সাবিহ খানের একটি চিঠি জুড়ে দিয়েছে প্রতিষ্ঠানটি।

সাবিহ খান চিঠিতে বলেন, “আমরা যা কিছু করি, সবকিছুতে মানুষকে সবার আগে প্রাধান্য দেই। “আমরা যাদের সঙ্গে কাজ করি প্রত্যেকের জন্যই এটি করা দরকার কারণ, আমরা উন্নত মান তুলে ধরতে চাই।”

কারখানাগুলোর প্রতি তলায় কতজন করে কাজ করবেন ও কাজের সময় ভাগ করে নিতে পরিকল্পনার উদ্দেশ্যে সরবরাহকারীদের সঙ্গে যুক্ত হচ্ছে অ্যাপল।

নিজেদের চালু করা স্বাস্থ্যবিষয়ক প্রশিক্ষণ কার্যক্রম ভিয়েতনামেও শুরু করেছে অ্যাপল। ভারত ও চীনে এ কার্যক্রম শুরু হচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।

Share.