প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে নানা পদক্ষেপ নিচ্ছে মানুষ। তবে মানুষের অসচেতনতায় বাড়ছে আক্রান্তের সংখ্যা। দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। তাই মানুষকে সচেতন করতে ‘কোভিড-১৯ আপডেট’ নামে একটি অ্যাপ তৈরি করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ইমরান হোসাইন। তিনি রাষ্ট্রবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।
অ্যাপ ব্যবহারের সুবিধা সম্পর্কে ইমরান জানান, কোভিড-১৯ কী, এর লক্ষণ, সরকারিভাবে করোনাভাইরাস পরীক্ষার তথ্য, রোগটি থেকে দূরে থাকতে কোন বিষয়গুলো মানা দরকার ইত্যাদি সম্পর্কে এ অ্যাপে বিস্তারিত ধারণা দেয়া হয়েছে।
করোনার সর্বশেষ তথ্যের পাশাপাশি এতে বাংলাদেশের সব জেলায় ‘কোভিড-১৯’ আক্রান্তের সর্বশেষ সংখ্যা পাওয়া যাবে। তাছাড়া করোনা সম্পর্কে মানুষকে সচেতন করতে অ্যাপটিতে আছে নানা আর্টিকেল ও ভিডিও। ♦