বিনোদন ডেস্ক: লকডাউনে থাকা মানুষের মানসিক স্বাস্থ্য ভীষণভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। শরীরের যত্নের পাশাপাশি মনেরও যত্ন নেওয়া জরুরি। এ নিয়ে পরামর্শ দিতে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি লাইভ অনুষ্ঠান করবেন বলিউড তারকা দীপিকা পাড়ুকোন। এ অনুষ্ঠানে তাঁর সঙ্গে থাকবেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালকও।
নিজের ইনস্টাগ্রাম থেকে লাইভে আসবেন দীপিকা পাড়ুকোন। মানসিক স্বাস্থ্যের যত্ন প্রসঙ্গে বৃহস্পতিবার সেই লাইভে তিনি ভক্তদের নানা পরামর্শ দেবেন। নানা রকম প্রশ্নও নেবেন তাঁদের কাছ থেকে। রোববার টুইটারে এ ঘোষণা দিয়েছেন দীপিকা। অনুষ্ঠানটির একটি পোস্টার প্রকাশ করে তিনি জানিয়েছেন অনুষ্ঠান সম্পর্কে বিস্তারিত। এ সময় লাইভে তাঁর সঙ্গে থাকবেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক ডা. টেড্রস অ্যাডহানম গ্রেব্রেইয়েসুস। সেখানে তাঁরা দুজন মিলে মানসিক স্বাস্থ্য ঠিক রাখা প্রসঙ্গে আলোচনা করবেন। সেখানে কথা হবে করোনাভাইরাস সংকটে মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়া প্রসঙ্গটি নিয়ে। বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে সাতটায় দীপিকার ইনস্টাগ্রাম থেকে শুরু হবে এ লাইভ অনুষ্ঠান।
এই কঠিন সময়ে মানসিক স্বস্থ্যের প্রতি গুরুত্ব দেওয়ার প্রতি জোর দিচ্ছেন দীর্ঘদিন মানসিক রোগের সঙ্গে যুদ্ধ করা দীপিকা। মনের অসুখকে হেলাফেলা করা যাবে না। এই বার্তা দীপিকা পাড়ুকোন দিয়ে আসছেন অনেক দিন ধরে। নিজে অবষাদ ও বিষণ্নতায় ভুগেছেন বছরের পর বছর। একপর্যায়ে নিজেকে সামলেও নিয়েছেন। মন খুলে সেই বিষণ্নতার সঙ্গে নিজের যুদ্ধের কথা তিনি জানিয়েছেন সবাইকে। নিজে সুস্থ হয়ে ওঠার পর হতাশাকে মহামারি রোগ ঘোষণা করেছেন তিনি। মানসিক সমস্যাবিষয়ক সচেতনতা গড়তে নিজে একটি সংস্থা চালু করেছেন যার নাম ‘দ্য লিভ লাভ লাফ ফাউন্ডেশন’।
এর আগে আরেক করোনাবিষয়ক তথ্য ও সচেতনতা সৃষ্টির জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার সঙ্গে যূথবদ্ধ হয়েছিলেন বলিউড তারকা প্রিয়াঙ্কা চোপড়াও।