৮৫ মিনিটের জন্য প্রেসিডেন্ট হলেন কমলা হ্যারিস

0

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস গতকাল শুক্রবার ৮৫ মিনিটের জন্য প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেছেন। দেশটির ইতিহাসে প্রেসিডেন্ট পদে কোনো নারীর দায়িত্ব পালনের ঘটনা এটিই প্রথম।

বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের কোলনস্কপির সময় অস্থায়ীভাবে প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন তার রানিং মেট কমলা হ্যারিস।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি জেন সাকি গতকাল শুক্রবার জানিয়েছেন, কোলনস্কপির জন্য প্রেসিডেন্ট জো বাইডেনকে যখন অ্যানেস্থেশিয়া দেয়া হবে তখন অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্ব পালন করেন কমলা হ্যারিস।

জেন সাকি বলেন, জো বাইডেনের অ্যানেস্থেশিয়ার সময় ওয়েস্ট উইং কার্যালয় থেকে ভারপ্রাপ্ত প্রেসিডেন্টের দায়িত্বপালন করেন কমলা হ্যারিস।

৭৯ বছর বয়সী জো বাইডেন গতকাল চিকিৎসার জন্য ওয়াল্টার রিড মেডিক্যাল সেন্টারে ভর্তি হয়েছেন। প্রেসিডেন্টের দায়িত্ব নেয়ার পর এ প্রথম নিয়মিত চিকিৎসার অংশ হিসেবে অ্যানেস্থেশিয়া নিচ্ছেন জো বাইডেন।

দেশটির প্রথম নারী, প্রথম কৃষ্ণাঙ্গ ও প্রথম দক্ষিণ এশিয় ভাইস প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিস এবার টপকাতে যাচ্ছেন আরেকটি বাধা।

আমেরিকার ইতিহাসে তিনি প্রথমবারের মতো হলেন দেশটির ভারপ্রাপ্ত নারী প্রেসিডেন্ট।

আমেরিকার প্রথম নারী ভাইস প্রেসিডেন্ট পদে নির্বাচিত হয়ে ইতিহাস গড়েন জো বাইডেনের রানিং মেট কমলা হ্যারিস। একই সঙ্গে দেশটির প্রথম কৃষ্ণাঙ্গ ভাইস প্রেসিডেন্টও তিনি।

৫৬ বছর বয়সী ক্যালিফোর্নিয়ার এ সিনেটর ভারতীয় বংশোদ্ভূত। তার পূর্বপুরুষের ভিটা তামিলনাডুর তিরুভারু জেলার থুলোসেন্দ্রাপুরমে। তার মা শ্যামলা গোপালন এ গ্রামেই থাকতেন এক সময়। বাবা জ্যামাইকান। পরে দুজন যুক্তরাষ্ট্রের অভিবাসী হয়েছেন।

১৯৯০ সালে আইনজীবী হিসেবে পেশাজীবন শুরু কমলা হ্যারিসের। যুক্তরাষ্ট্রে তিনিই প্রথম ভারতীয় বংশোদ্ভূত সিনেটর। প্রথম অশ্বেতাঙ্গ নারী হিসেবে ২০১০ সালে ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল নির্বাচিত হয়েছিলেন তিনি।

Share.