বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, সারা বিশ্বে এখন পর্যন্ত ১৭ কোটি ১৭ লাখ ৮২ হাজার ৯০৮ জনের দেহে বাসা বেঁধেছে কভিড-১৯। তাদের মধ্যে আবার ৩৬ লাখ ৯৮ হাজার ৬২১ জনের প্রাণ কেড়েছে এ ভাইরাসটি।
তাই মহামারির বিরুদ্ধে লড়ে চলেছে বিশ্বের প্রতিটি দেশ। কয়েকটি দেশ সে লড়াইয়ে সাফল্য পেয়েছে। দেখে নিন কোন দেশ করোনার বিরুদ্ধে লড়াইয়ে জয়ের কাছে পৌঁছে গিয়েছে।
ইজরায়েল
অনেক আগে করোনামুক্ত বলে ঘোষিত হয়েছে। মূলত দেশের প্রতিটি নাগরিককে প্রতিষেধক দিয়ে এ অসাধ্য সাধন করে ফেলেছে দেশটি। গত ২৪ ঘণ্টায় (৪ জুন) সেখানে সংক্রমিত হয়েছেন মাত্র ২৪ জন। তার আগের ২৪ ঘণ্টায় একজনও আক্রান্ত হননি সে দেশে। কভিডে মৃত্যুও সেখানে উল্লেখযোগ্যভাবে কম। তবে করোনামুক্ত হওয়ার আগে পর্যন্ত সেখানে মোট আক্রান্ত হয়েছিল ৮ লাখের বেশি মানুষ। মৃত্যু হয়েছে প্রায় সাড়ে ৬ হাজার জনের।
বেলজিয়াম
মোট আক্রান্ত হয়েছেন ১০ লাখ ৬৬ হাজার ৯৫৭ জন। মৃত্যু ২৪ হাজার ৯৯৫ জনের। গত ২৪ ঘণ্টায় সে দেশে সংক্রমিত হয়েছেন মাত্র ২ জন। মৃত্যু হয়েছে মাত্র ১ জনের। তার আগের ২৪ ঘণ্টায় এক জনও আক্রান্ত হননি ইউরোপের এ দেশে।
কাজাখস্তান
মধ্য এশিয়ার দেশ কাজাখস্তান। এখন পর্যন্ত মোট ৪ লাখ ৪১ হাজার ৮০১ জন আক্রান্ত হয়েছেন এই দেশে। প্রাণ গিয়েছে ৭ হাজার ৩২১ জনের। কাজাখস্তানেও গত ২৪ ঘণ্টায় নতুন করোনা আক্রান্তের খোঁজ মেলেনি। কোভিডের জেরে কারও মৃত্যুও হয়নি সেখানে।
ইকুয়েডর
একই ছবি দেখা গিয়েছে দক্ষিণ আমেরিকার দেশ ইকুয়েডরে। সেখানেও গত ২৪ ঘণ্টায় কেউ সংক্রমিত হননি। করোনার জেরে মৃত্যুও হয়নি কারও। এই দেশে এখনও অবধি আক্রান্ত হয়েছেন ৪ লক্ষ ২৮ হাজার ৮৬৫ জন এবং প্রাণ গিয়েছে ২০ হাজার ৬৮১ জনের।
আয়ারল্যান্ড
আয়ারল্যান্ডে মোট ২ লাখ ৬২ হাজার ৭৪৪ জন কোভিড আক্রান্ত ছিলেন। মোট মৃত্যু হয়েছে ৪ হাজার ৯৪১ জনের। কিন্তু গত ২৪ ঘণ্টায় সেখানে কেউ আক্রান্ত হননি এবং মৃতের সংখ্যায় নেমেছে শূন্যতে।
মন্টেনেগ্রো
ইউরোপের একটি ছোট দেশ মন্টেনেগ্রো। এ দেশেও গত দু’দিন ধরে নতুন কেউ আক্রান্ত হননি। এমনকি কারও মৃত্যুও হয়নি। গোটা অতিমারি পর্বে ৯৯ হাজার ৭০৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন সেখানে। মৃত্যু হয়েছে ১ হাজার ৫৮৭ জনের।
ঘানা
পশ্চিম আফ্রিকার দেশ ঘানায় মোট আক্রান্ত ৯৪ হাজার ছাড়িয়েছে। গোটা মহামারিতে মাত্র ৭৮৫ জন মারা গিয়েছেন সেখানে। গত দু’দিন ধরে এই দেশে কেউ নতুন করে আক্রান্ত হননি। করোনার জেরে মারাও যাননি কেউ।
ফিনল্যান্ড
ঘানার মতো অবস্থা ইউরোপের ফিনল্যান্ডে। সেখানেও গত ২৪ ঘণ্টায় আক্রান্ত এবং মৃত্যুর ঘটনা ঘটেনি। অতিমারি পর্বে সেখানে মোট আক্রান্ত হয়েছন ৯২ হাজার ৭৭০ জন এবং মৃত্যু হয়েছে ৯৫৯ জনের।
ক্যামেরুন
মধ্য আফ্রিকার দেশ ক্যামেরুনও করোনাকে পরাস্ত করতে অনেকটাই সাফল্য পেয়েছে। গত ২৪ ঘণ্টায় সেখানেও কোনও নতুন আক্রান্তের খবর নেই। কেউ মারাও যাননি সেখানে।
এল সালভাদর
মধ্য আমেরিকার এল সালভাদর। উপকূলবর্তী এ ছোট্ট দেশেও গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হননি কেউ। তবে আগে আক্রান্ত হওয়া ৫ রোগীর মৃত্যু হয়ছে সেখানে। সব মিলিয়ে সেখানে মৃত্যু হয়েছে ২ হাজার ২৬০ জনের। এখনও অবধি সে দেশে আক্রান্ত হয়েছেন ৭৩ হাজার ৭০২ জন।
এছাড়া বৎসোয়ানা, গ্যাবন, সুদান, কম্বোডিয়া, তাজিকিস্তান, কঙ্গো, দক্ষিণ সুদান, মালি, চাদ, গাম্বিয়া, নিকারাগুয়া, সান মেরিনো, সেন্ট লুসিয়া, বারবাডোজ, বারমুডা, সেন্ট মার্টিন, ডমিনিকা, পাপুয়া নিউ গিনি ইত্যাদি দেশগুলিতে গত ২৪ ঘণ্টায় একটিও সংক্রমণ হয়নি। মৃত্যুর সংখ্যাও শূন্য।
দক্ষিণ প্রশান্ত মহাসাগরে অবস্থিত দ্বীপরাষ্ট্র তুভালু, মধ্য এশিয়ার দেশ তুর্কমেনিস্তান, ওশিয়ানিয়ার দ্বীপরাষ্ট্র তোঙ্গা, দক্ষিণ আটলান্টিক মহাসাগরে অবস্থিত সেন্ট হেলেনা-সহ বেশ কিছু দেশে অতিমারি এখনও পর্যন্ত তেমন প্রভাব ফেলতে পারেনি। এসব দেশে একজনও আক্রান্ত হননি। এগুলির বেশিরভাগই দ্বীপ। জনসংখ্যাও তুলনায় কম। ♦