কপিরাইট লঙ্ঘনের অভিযোগ, ট্রাম্পের ভিডিও সরালো টুইটার

0

পিরাইট লঙ্ঘনের অভিযোগের মুখে গতকাল যুক্তরাস্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিটুইট করা এক ক্যাম্পেইন ধাঁচের ভিডিও সরিয়েছে টুইটার। ভিডিওটিতে ছিল দেশটির জনপ্রিয় রক ব্যান্ড ‘লিংকিন পার্ক’ এর গান।

পরে ট্রাম্পের টুইটার ফিডে আর দেখা যায়নি ভিডিওটিকে। “কপিরাইট স্বত্ত্বাধিকারীর অভিযোগে এ মিডিয়া বন্ধ করে দেওয়া হয়েছে”, লেখা ছিল ভিডিওটির স্থানে।

হোয়াইট হাউসের সামাজিক মাধ্যম পরিচালক ড্যান স্কাভিনোর টুইটার ফিড থেকে ভিডিওটি রিটুইট করেছিলেন ট্রাম্প।

অনলাইন সাইট লুমেন ডেটাবেজের নোটিশ বলছে, অনুমতি ছাড়া লিংকিন পার্কের গান ব্যবহার করায় টুইটারের কাছে ‘ডিজিটাল মিলেনিয়াম কপিরাইট’ আইনের অধীনে নোটিশ পাঠিয়েছিল ‘মেশিন শপ এন্টারটেইনমেইন্ট’।

উল্লেখ্য, ‘মেশিন শপ এন্টারটেইনমেন্ট’ লিংকিন পার্কের মালিকানাধীন প্রতিষ্ঠান ও ব্যান্ডের নানা বিষয় ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে বলে উল্লেখ রয়েছে প্রতিষ্ঠানটির লিংকডইন পেজে।

টুইটারের এক মুখপাত্র ইমেইল বিবৃতিতে জানিয়েছেন, “কপিরাইট স্বত্ত্বাধিকারী বা তাদের অনুমোদিত প্রতিনিধির পাঠানো যুক্তিসঙ্গত কপিরাইট অভিযোগের ব্যাপারে আমরা ব্যবস্থা নিয়ে থাকি”।

বিষয়টি নিয়ে এখনও কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস।

Share.