এসএমই প্রতিষ্ঠানকে পুঁজিবাজারে আনতে নতুন উদ্যোগ বিএসইসির

0

নতুন আইন করে পুঁজিবাজার থেকে ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানকে অর্থ সংগ্রহের সুযোগ দেয়ার পরও তাতে তেমন সাড়া মেলেনি। এখন পর্যন্ত মাত্র একটি প্রতিষ্ঠান পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়েছে।

এর আগে ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠান বা এসএমই খাতের প্রতিষ্ঠানকে পুঁজিবাজারে তালিকাভুক্তির মাধ্যমে এসএমই উদ্যোক্তাদের অর্থ সংগ্রহের সুযোগ দিয়ে আইন করেছিল নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

নতুন আইন করা হলেও তাতে প্রত্যাশিত সাড়া না মেলায় এবার আরও কার্যকর উদ্যোগ নিচ্ছে বিএসইসি। ক্ষুদ্র ও মাঝারি শিল্পপ্রতিষ্ঠানকে পুঁজিবাজারে আনতে সর্বনিম্ন পাঁচ কোটি থেকে সর্বোচ্চ ৩০ কোটি টাকা পর্যন্ত পরিশোধিত মূলধন সংগ্রহের সুযোগ রাখা হয়েছে এ আইনে। বুক বিল্ডিং ও ফিক্সড প্রাইস দুই পদ্ধতিতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী, ইস্যুয়ার কোম্পানি ও এক কোটি টাকার বেশি বিনিয়োগ আছে, এমন ব্যক্তি কিনতে পারবেন এসব শেয়ার।

বাজার-সংশ্লিষ্টরা এসএমই কোম্পানিকে পুঁজিবাজারে তালিকাভুক্তিতে উৎসাহিত করার উদ্যোগ ইতিবাচকভাবে দেখছেন। তারা বলছেন, সম্ভাবনাময় এসএমই প্রতিষ্ঠানগুলো পুঁজিবাজারে যুক্ত হলে অর্থনীতিতে ইতিবাচক ভূমিকা রাখার সুযোগ তৈরি হবে।

ব্যবসা সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় বিনিয়োগ পায় না ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তারা। এক্ষেত্রে অনেকে আটকে যায় নানা শর্তের বেড়াজালে। এমন বাস্তবতায় উন্নত বিশ্বের মতো দেশের এসএমই প্রতিষ্ঠানকে পুঁজিবাজার থেকে অর্থ সংগ্রহের সুযোগ দিতে ‘স্বল্প মূলধনি কোম্পানি আইন, ২০১৮’ প্রণয়ন করে বিএসইসি, যা উদ্যোক্তাদের আশাবাদী করলেও তাতে রয়েছে প্রক্রিয়াগত জটিলতা।

বিএসইসি কমিশনার শেখ শামসুদ্দিন আহমেদ বলেন, পুঁজিবাজারে তালিকাভুক্তির জন্য এসএমই বোর্ড গঠন করা হয়েছে। এসএমই রুল-রেগুলেশন তৈরি করা হয়েছে। এর মাধ্যমে আমরা ২০১৮ সাল থেকে ক্ষুদ্র উদ্যোক্তাদের পুঁজিবাজারে তালিকাভুক্ত করার চেষ্টা করেছি। কিন্তু বাস্তবিক কিছু কারণে তখন আবেদনগুলো অনুমোদন করতে পারিনি। এসএমই খাতকে সহযোগিতা করতে যা কিছু করতে হয়, তা বিএসইসি করার জন্য প্রস্তুত রয়েছে।

পুঁজিবাজার বিশ্লেষক অধ্যাপক আবু আহমেদ বলেন, আমি মনে করি এসএমই খাতকে পুঁজিবাজারে তালিকাভুক্তির যে উদ্যোগ নেয়া হয়েছে তা যদি সফল হয়, তাহলে দেশের মিডিয়াম ও স্মল ক্যাপিটালের অনেক কোম্পানি সামনে এগিয়ে আসবে।

প্রসঙ্গত, গত মাসে দেশের প্রথম এসএমই প্রতিষ্ঠান হিসেবে পুঁজিবাজারে তালিকাভুক্তির অনুমোদন পায় নিয়ালকো অ্যালয়েস। সূত্রমতে, আলোচিত এ কোম্পানিটি পুঁজিবাজার থেকে ১০ টাকা দরে ৭৫ লাখ শেয়ার বিক্রি করে সাড়ে সাত কোটি টাকা সংগ্রহ করবে বলে জানা গেছে।

Share.