পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেড (এসআইবিএল) ৩১ মার্চ, ২০২০ সমাপ্ত প্রথম প্রান্তিকের (জানুয়ারি-মার্চ ২০২০) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।
গতকাল ব্যাংকটির পরিচালনা পর্ষদের সভায় আলোচিত প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।
সোস্যাল ইসলামী ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রথম প্রান্তিকে সমন্বিতভাবে অর্থাৎ সহযোগী প্রতিষ্ঠানের আয়সহ সোস্যাল ইসলামী ব্যাংকের সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ৩৯ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস ছিল ২৯ পয়সা।
অন্যদিকে সর্বশেষ বছরে এককভাবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় হয়েছে ৩৯ পয়সা। গত বছর একক ইপিএস ছিল ২৮ পয়সা।
আলোচিত বছরে ব্যাংকটির সমন্বিত শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) ছিল মাইনাস ১৩ টাকা ৩৪ পয়সা। আগের বছর তা ছিল মাইনাস ৭ টাকা ২৭ পয়সা।
এককভাবেও ব্যাংকের শেয়ার প্রতি নেট অপারেটিং ক্যাশ ফ্লো (এনওসিএফপিএস) একইরকম ছিল।
৩১ মার্চ, ২০২০ সমন্বিতভাবে ব্যাংকটির শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৯ টাকা ৭৭ পয়সা, আর এককভাবে এনএভিপিএস ছিল ১৯ টাকা ৭৩ পয়সা। ♦