ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি এমবি ফার্মা লিমিটেড গত সপ্তাহে দর বৃদ্ধির তালিকায় শীর্ষে ওঠে। এ সময়ে কোম্পানিটির শেয়ারদর বেড়েছে আট দশমিক ২৯ শতাংশ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র মতে, গত সপ্তাহে এমবি ফার্মার প্রতিদিন গড় লেনদেন হয়েছে চার লাখ ৬৬ হাজার ১০০ টাকার শেয়ার। সপ্তাহ শেষে মোট লেনদেনের পরিমাণ দাঁড়ায় ২৩ লাখ ৩০ হাজার ৫০০ টাকায়।
সর্বশেষ কার্যদিবসে ডিএসইতে কোম্পানিটির শেয়ারদর শূন্য দশমিক ২৯ শতাংশ বা এক টাকা ৩০ পয়সা বেড়ে প্রতিটি সর্বশেষ ৪৪৪ টাকায় হাতবদল হয়, যার সমাপনী দর ছিল ৪৪১ টাকা ৫০ পয়সা। দিনজুড়ে পাঁচ হাজার ৬১৮টি শেয়ার মোট ২৬০ বার হাতবদল হয়, যার বাজারদর ২৪ লাখ ৮৭ হাজার টাকা। আর দিনভর শেয়ারদর সর্বনিন্ম ৪৩৭ টাকা ২০ পয়সা থেকে সর্বোচ্চ ৪৪৯ টাকা ৯০ পয়সায় ওঠানামা করে। এক বছরের মধ্যে শেয়ারদর ৩৫৩ টাকা থেকে ৬৭৫ টাকায় ওঠানামা করে।
ওষুধ ও রসায়ন খাতের এ কোম্পানিটি ১৯৮৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটেগরিতে অবস্থান করছে।
২০১৯ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ৩০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে ইপিএস হয়েছে এক টাকা ৪০ পয়সা। শেয়ারপ্রতি এনএভি দাঁড়িয়েছে ২৪ টাকা ৯ পয়সায়। ♦