এমজিএম বিখ্যাত মাইরেজ হোটেল বিক্রি করবে

0

মজিএম রিসোর্টস ইন্টারন্যাশনাল তাদের মেগারিসোর্ট দি মাইরেজ বিক্রি করবে। যুক্তরাষ্ট্রের লাস ভেগাস স্ট্রিপে নির্মিত প্রথম এ মেগারিসোর্টটি কিনবে হার্ড রক ইন্টারন্যাশনাল। এজন্য তাদের প্রায় এক হাজার একশ কোটি ডলার ব্যয় করতে হবে।

গত সোমবার প্রকাশিত সর্বশেষ খবর অনুযায়ী, মাইরেজ অধিগ্রহণে নিয়ন্ত্রক সংস্থার অনুমোদন ও অন্যান্য শর্ত পূরণের চেষ্ঠা করছে হার্ড রক।

আতিথেয়তা খাতে খ্যাতনামা সংস্থা হার্ড রক বর্তমান হোটেলটি ভেঙ্গে গিটারের আদলে নতুন হোটেল নির্মাণের পরিকল্পনা করেছে।

এমজিএম রিসোর্টেস প্রধান নির্বাহী কর্মকর্তা ও প্রেসিডেন্ট বিল হর্নবাকল এক প্রেস বিজ্ঞপ্তিতে উল্লেখ করেছেন, ১৯৮৯ সালে নির্মিত হয় দি মাইরেজ। হোটেলটি নানা কারণে বিখ্যাত এবং আমরা হার্ড রক টিমের কাছে হস্তান্তর করতে পেরে খুশি।

তিনি বলেন, আমি মাইরেজের সব কর্মকর্তা ও কর্মচারীর প্রতি কৃতজ্ঞ। তারা তিন দশক ধরে বিশ্বমানের গেমিং ও বিনোদনসহ অতিথিদের নানা ধরণের সেবা দিয়েছেন।

এর আগেও লাস ভেগাসে আতিথেয়তা খাতে সেবার পরিধি বিস্তৃত করেছে হার্ড রক। এর আগে স্ট্রিপে তাদের পরিচালিত একটি হোটেল বিলিওনিয়ার রিচার্ড ব্রানসনের ভার্জিন হোটেল অ্যান্ড পার্টনারস কিনে নেয়।

হার্ড রক লাস ভেগাসে তাদের উপস্থিতি আরও বাড়াতে চায়। কেননা বিশ্বের অন্যতম বিনোদন কেন্দ্র এ স্থান। হার্ড রকের চেয়ারম্যান জিম অ্যালেন গত বছর মে মাসে এমনই ইঙ্গিত দিয়েছিলেন।

সোমবার অ্যালেন বলেন, এ রিসোর্টে ৩ হাজার ৫০০ মানুষের কর্মসংস্থান হবে। এখানে সভা, সেমিনার ও ক্যাসিনোসহ সব শ্রেণির পর্যটকদের দরজা সবসময় খোলা থাকবে।

বিক্রয় কার্যক্রম আগামী বছর মাঝামাঝিতে শেষ হবে।

লাস ভেগাসের বিত্তবানরা জানিয়েছেন, ওয়াল স্ট্রিটের উত্থানের প্রভাব পড়েছে লাস ভেগাসে আতিথেয়তা খাতে।

ইউনিভার্সিটি অব নেভাদা, লাস ভেগাসের ইতিহাস বিভাগের অধ্যাপক ডেভিড শুয়ার্টজ বলেন, মাইরেজ এখানে চালুর পর এ স্থানের কদর বেড়ে যায়।

Share.