আনুমানিক ছয় কোটি ১৭ লাখ ১০ হাজার টাকা ব্যয়ে জার্মানি থেকে ১০ পিস সার্কুলার নিটিং মেশিন আমদানি করবে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেডের পরিচালনা পর্ষদ।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বিনিয়োগকারীদের এ তথ্য জানিয়েছে।
প্রাপ্ত তথ্যমতে, গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার চান্দোরায় কোম্পানিটির কারখানায় গ্রিজি নিট ফেব্রিক উৎপাদন বাড়ানোর জন্য ১০ পিস সার্কুলার নিটিং মেশিন আমদানি করবে। জার্মানি থেকে এই মেশিন বা যন্ত্রপাতি আমদানি করতে ছয় কোটি ১৭ লাখ ১০ হাজার টাকা ব্যয় হবে।
এ অর্থ এইচএসবিসি বাংলাদেশ থেকে ঋণের মাধ্যমে পূরণ করা হবে। নতুন মেশিন দিয়ে ২০২২-২৩ হিসাব বছরের দ্বিতীয় প্রান্তিকে বাণিজ্যিক উৎপাদনে যাবে বলে আশা করছে কোম্পানিটি।
চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে (জানুয়ারি-মার্চ, ২০২২) কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে ৮৭ পয়সা, আগের বছরের একই সময়ে যা ছিল ৭৬ পয়সা। অর্থাৎ তৃতীয় প্রান্তিকে কোম্পানিটির ইপিএস বেড়েছে ১১ পয়সা। আর প্রথম তিন প্রান্তিকে বা ৯ মাসে (জুলাই’২১-মার্চ’২২) ইপিএস হয়েছে ২ টাকা ৬৮ পয়সা, আগের বছরের একই সময়ে ছিল ২ টাকা ৫১ পয়সা।
২০২২ সালের ৩১ মার্চ শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫৮ টাকা ২৮ পয়সায় (লোকসান)। এছাড়া প্রথম তিন প্রান্তিকে শেয়ারপ্রতি নগদ অর্থ প্রবাহ (এনওসিএফপিএস) হয়েছে ১৪ পয়সা, আগের হিসাববছরের একই সময় যার পরিমাণ ছিল ১৮ টাকা ৫৩ পয়সা।
৩০ জুন ২০২১ সমাপ্ত হিসাববছরের জন্য কোম্পানিটি ২০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে ইপিএস হয়েছে ২ টাকা ৯৩ পয়সা এবং ৩০ জুন তারিখে শেয়ারপ্রতি নিট সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৫৫ টাকা ৮১ পয়সায়। ♦