এপেক্সের পর্ষদ সভা ২৬ এপ্রিল

0

পর্ষদ সভার সময় ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত ট্যানারি খাতের কোম্পানি এপেক্স ফুটওয়্যার লিমিটেড। ২৬ এপ্রিল বেলা ২টা ৩০ মিনিটে কোম্পানিটির পরিচালনা পর্ষদের সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) বিনিয়োগকারীদের এ তথ্য জানিয়েছে।

সভায় ৩১ মার্চ, ২০২১ সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

২০২০ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরে নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে বিনিয়োগকারীদের ২৫ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে পাঁচ টাকা ৬২ পয়সা আর ৩০ জুন শেয়ারপ্রতি নিটসম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৪৯ টাকা ৯৫ পয়সা। আগের বছর একই সময় ছিল যথাক্রমে ১০ টাকা ৯১ পয়সা ও ২৪৯ টাকা ৮৩ পয়সা।

এপেক্স ফুটওয়্যার লিমিটেড
১৯৯৩ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় এপেক্স ফুটওয়্যার লিমিটেড। ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে কোম্পানিটি।

৫০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে এর পরিশোধিত মূলধন ১১ কোটি ৩০ লাখ টাকা। রিজার্ভের পরিমাণ ২৬৩ কোটি ছয় লাখ টাকা। কোম্পানিটির মোট এক কোটি ১২ লাখ ৫০ হাজার শেয়ার রয়েছে।

Share.