এনআরবি গ্লোবাল: দেশ ও প্রবাসের সেতুবন্ধন

0

দেশ ও প্রবাসের সেতুবন্ধন– এ দৃঢ় প্রত্যয় নিয়ে এনআরবি (নন রেসিডেন্স বাংলাদেশী) নামে একটি সংগঠন যাত্রা করেছে। ২৭ সেপ্টেম্বর সাত কেবিনেট সদস্যের সমন্বয়ে যুক্তরাষ্ট্র থেকে সরাসরি একটি অনুষ্ঠানে সংগঠনটি আত্মপ্রকাশ করে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চলচ্চিত্র অভিনেতা ও নিরাপদ সড়ক চাই আন্দোলনের চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চন, একুশে পদক প্রাপ্ত সাহিত্যিক ও সাংবাদিক জার্মান প্রবাসী নাজমুন্নেসা পিয়ারি (কার্য নির্বাহী সদস্য)।

শপথ অনুষ্ঠান পরিচালনা করেন ওয়ার্ল্ড মুসলিম হেরিটেজের সভাপতি (যুক্তরাস্ট্র প্রবাসী) ড: রুহুল আমিন, (এনআরবি’র অ্যাডভাইজারি কাউন্সিল সদস্য)।

সংগঠনের প্রেস এন্ড পাবলিক রিলেশন সম্পাদক সুরাইয়া মুন্নীর উপস্থাপনায় অনুষ্ঠানের শুরুতে জাতীয় সংগীত ও সংগঠনের থীম সং পরিবেশিত হয়। সঞ্চালনায় ছিলেন এনআরবি কেবিনেটের সাধারন সম্পাদক মোহাম্মদ দিদার।

কেবিনেট সদস্যরা হলেন আতাউল খান সহ-সভাপতি (হলিউড, ইউএসএ), মোহাম্মদ দিদার-সাধারন সম্পাদক (নিউ জার্সি, ইউএসএ), নাসির আহমেদ-অর্থ সম্পাদক (টেক্সাস, ইউএসএ), এহসানুর রহমান- লিগ্যাল অ্যাফেয়ার্স সম্পাদক (নিউইয়র্ক, ইউএসএ) ও সানজিদা হক-.ওমেন্স অ্যান্ড হোমল্যান্ড অ্যাফেয়ার্স সম্পাদক (বাংলাদেশ)।

সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি তারিক বাবু (লসঅ্যাঞ্জেলস, ইউএসএ) এনআরবি’র উদ্দেশ্য, আদর্শ ও সন্মেলন নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি প্রবাসীদের ভোটাধিকার, বিমানবন্দরে হয়রানি বন্ধ, প্রবাসীদের যথাযথ সম্মান, জাতীয় সংসদে প্রবাসীদের জন্য আসন সংরক্ষণ ও অর্থনৈতিক অঞ্চল তৈরি করা, প্রবাসে কর্ম সম্পাদন শেষে দেশে ফিরে প্রতিষ্ঠিত করার সুবন্দোবস্ত করার উদ্যোগ, প্রবাসীদের জমি, ফ্ল্যাট, প্লট দখল মুক্ত করতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন। দেড় কোটি প্রবাসীকে এনআরবি গ্লোবালে যোগ দিয়ে সংগঠনটিকে সহযোগিতার জন্য আহবান জানান তিনি।

সংগঠনটির ওয়েবসাইট- www.nrbglobal.org।
ফেসবুক পেজ- facebook/nrbglobal20।
ইমেইল- nrbglobal20@gmail.com।

Share.