এনআরবি ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও (চলতি দায়িত্ব) মামুন মাহমুদ শাহ ও এসএ গ্রুপের সিসটার কনসার্ন গ্র্যান্ড প্যালেস হোটেল অ্যান্ড রিসোর্টের পরিচালক শামসুল আলম পান্থ গ্রাহকদের সুবিধার্থে সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছেন।
চুক্তির আওতায় এনআরবি ব্যাংক লিমিটেডের ডেবিট ও ক্রেডিট কার্ড ব্যবহারকারী গ্রাহকরা গ্র্যান্ড প্যালেস হোটেল অ্যান্ড রিসোর্টে রুম রেন্টের উপর ৪৫ শতাংশ এবং রেস্টুরেন্টে ১০ শতাংশ মূল্য ছাড় পাবেন।
৪ অক্টোবর ২০২০ ব্যাংকের প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ খোরশেদ আলম, আইসিসিডি বিভাগের প্রধান এ কে এম কামাল উদ্দিন, ক্রেডিট কার্ড বিভাগের হেড অব বিজনেস জাকির হোসেন এবং গ্র্যান্ড প্যালেস হোটেল অ্যান্ড রিসোর্টের বিক্রয় ও বিপনণ ব্যবস্থাপক মোঃ আবু সেহেরী ফরহাদ উপস্থিত ছিলেন। ♦