এনআরবি ব্যাংক লিমিটেডের চেয়ারম্যান জনাব মোহাম্মদ মাহতাবুর রহমান গত বৃহস্পতিবার (৯ সেপ্টেম্বর) রাজধানীর গুলশানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এনআরবি ইসলামিক ব্যাংকিং কার্যক্রম ও ইসলামী ব্যাংকিং গুলশান শাখার উদ্বোধন করেন।
প্রথম দিনই ২০০ কোটি টাকার বেশি আমানত সংগ্রহ করে এ শাখা।
ব্যাংকের ভাইস চেয়ারম্যানদ্বয় জনাব থাতাইয়ামা কবির ও জনাব মোহাম্মদ জামিল ইকবাল, ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান জনাব খন্দকার আর আমিন, অডিট কমিটির চেয়ারম্যান জনাব মোঃ মতিউর রহমান, পরিচালকরা, ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মামুন মাহমুদ শাহ এবং উপদেষ্টা জনাব মোঃ মুখতার হোসেনসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
এনআরবি ব্যাংক লিমিটেড
চতুর্থ প্রজন্মের ব্যাংক এনআরবি যাত্রা করে ২০১৩ সালের ৪ আগস্ট। পরের বছর ই-ব্যাংকিং কার্যক্রম শুরু করে। একই বছর এসএমই ব্যাংকিং, ভিসা ইএমভি ডেবিট কার্ড ও ভিসা ক্রেডিট কার্ড চালু করে।
বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা এনআরবি ব্যাংকের চেয়ারম্যান এবং আল-হারামাইন পারফিউমস গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহতাবুর রহমান। ♦