এনআরবি ব্যাংকের আইপিও ইস্যু ম্যানেজার হল ইউসিবি

0

নআরবি ব্যাংক লিমিটেড আইপিও ইস্যু ম্যানেজার হিসেবে ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেড ও শাহজালাল ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেডকে নিয়োগ দিয়েছে।

রাজধানীর গুলশানে এনআরবি ব্যাংকের প্রধান কার্যালয়ে গতকাল এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর হয়েছে।

এনআরবি ব্যাংকের চেয়ারম্যান জনাব মোহাম্মদ মাহতাবুর রহমানের উপস্থিতিতে ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মামুন মাহমুদ শাহ ও ইউসিবি ইনভেস্টমেন্ট লিমিটেডর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব তানজিম আলমগীর এবং শাহজালাল ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মহিউদ্দিন মোল্লা নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

এ সময় এনআরবি ব্যাংকের ভাইস চেয়ারম্যান জনাব জনাব থাতাইয়ামা কবির ও মোহাম্মদ জামিল ইকবাল, শাহজালাল ইসলামী ব্যাংকের ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান ও শাহজালাল ইকুইটি ম্যানেজমেন্ট লিমিটেডের প্রধান উপদেষ্টা জনাব মোহাম্মদ ইউনুসসহ উভয় প্রতিষ্ঠানের উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড (ইউিসিবি)
১৯৮৩ সালে প্রতিষ্ঠিত হয় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক লিমিটেড। বাংলাদেশের অন্যতম প্রধান বেসরকারী বানিজ্যিক ব্যাংক এটি। দেশজুড়ে বিস্তৃত শাখা নেটওয়ার্কের মাধ্যমে গ্রাহকদের সর্বোত্তম সেবা নিশ্চিত করে চলেছে ব্যাংকটি।

এনআরবি ব্যাংক লিমিটেড
চতুর্থ প্রজন্মের ব্যাংক এনআরবি যাত্রা করে ২০১৩ সালের ৪ আগস্ট। পরের বছর ই-ব্যাংকিং কার্যক্রম শুরু করে। একই বছর এসএমই ব্যাংকিং, ভিসা ইএমভি ডেবিট কার্ড ও ভিসা ক্রেডিট কার্ড চালু করে।

বাংলাদেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখা এনআরবি ব্যাংকের চেয়ারম্যান এবং আল-হারামাইন পারফিউমস গ্রুপ অব কোম্পানিজের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ মাহতাবুর রহমান।

Share.