প্রায় ২০ বছর আগে বাজারে আসা সনির প্লেস্টশন ২ সর্বকালের অন্যতম সেরা গেইমিং কনসোল হিসেবে স্বীকৃতি পেয়েছে। গবেষণা প্রতিষ্ঠান লার্নবন্ডস এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।
বিশ্বে এখন পর্যন্ত ১৫৬ কোটি ইউনিট গেইমিং কনসোল বিক্রি হয়েছে। এর মধ্যে শুধু প্লেস্টেশন ২ এর বিক্রি ১৫ কোটি ৭০ লাখ ইউনিট, যার মার্কেট শেয়ার ১০.০৭ শতাংশ।
বিক্রির দিক থেকে দ্বিতীয় স্থানে আছে নিন্টেন্ডো ডিএস। কনসোলটির ১৫ কোটি ৪০ লাখ ইউনিট বিক্রি হয়েছে।
১১ কোটি ৮০ লাখ ইউনিট বিক্রি নিয়ে তৃতীয় স্থানে রয়েছে গেইম বয়।
চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে সনির প্লেস্টেশন ৪ ও অরিজিনাল প্লেস্টেশন। কনসোল দুটি বিক্রি হয়েছে যথাক্রমে ১০ কোটি ৯০ লাখ ইউনিট ও ১০ কোটি ২০ লাখ ইউনিট।
বিক্রির তালিকায় শীর্ষে থাকা অন্যান্য কনসোলগুলো হলো উই, প্লেস্টেশন, এক্সবক্স ৩৬০, গেইম বয় অ্যাডভান্স ও প্লেস্টেশন পোর্টেবল।
প্লেস্টেশন ২ বেশ কয়েকটি কারণে জনপ্রিয়তা লাভ করে। এতে ডিভিডি প্লেয়ার ছিল। ফলে তৎকালীন সময় ডিভাইসটিকে হোম থিয়েটার হিসেবেও কাজে লাগানো গেছে। এছাড়া এর গেমের ভাণ্ডারটি বিশাল ছিলো। ♦