এক হাজার পরিবারের খাবার দিচ্ছেন সঞ্জয়

0

বিনোদন ডেস্ক: করোনাভাইরাসের প্রাদুর্ভাবে ক্ষতিগ্রস্ত ১ হাজার দুস্থ পরিবারের খাবারের ব্যবস্থা করছেন বলিউড তারকা সঞ্জয় দত্ত। ভারতের মুম্বাইতে এ ত্রাণ কার্যক্রমের জন্য স্থানীয় একটি সাহায্য সংস্থাকে সঙ্গে নিয়েছেন তিনি। মহামারিতে দুস্থ মানুষদের সাহায্যে ভারত সরকারের সঙ্গে যখন একাত্ম হচ্ছেন বলিউডের মোটা অঙ্গের অর্থ আয় করা তারকারা, তখন সঞ্জয় দত্ত একাই দায়িত্ব নিলেন এতগুলো পরিবারের।

সম্প্রতি টুইটারে এ নিয়ে একটি বিবৃতি দিয়েছেন সঞ্জয় দত্ত। তিনি লিখেছেন, দেশজুড়ে ভয়াবহ সংকট যে যেভাবে পারছেন, সবাইকে সহযোগিতা করছেন, এমনকি বাড়িতে অবস্থান করে, সামাজিক দূরত্ব বজায় রেখেও সেটা করছেন সবাই আমি আমার সাধ্য মতো যত জনকে পারি সাহায্য করতে চেষ্টা করছি।

এক হাজার পরিবারের জন্য দুই বেলা খাবারের ব্যবস্থা করার পাশাপাশি সঞ্জয় দত্ত যুক্ত হয়েছেন একটি সাহায্য সংস্থার সঙ্গে। বরিভালি ও বান্দ্রায় বসবাসরত পরিবারের জন্য সঞ্জয়ের সাহায্যের অর্থ ব্যয় হবে ওই সাহায্য সংস্থার মাধ্যমে। এ প্রসঙ্গে সঞ্জয় জানিয়েছেন, সাওয়ারকার নামের ওই সংস্থাটি ভালো কাজ করে। দুস্থদের সাহায্য করার সময় প্রথমেই আমার তাদের কথা মনে পড়ে।

শুধু দুস্থদের জন্য ত্রাণ নয়, এ দুর্দিনে ভক্তদের জন্য ভালো পরামর্শও দিয়েছেন সঞ্জয়। এক টুইটবার্তায় ভক্তদের উদ্দেশে বলেন, এ সময়টা সবাইকে শারীরিকভাবে ফিট থাকতে হবে সুতরাং ভালো খান, শরীরের যত্ন নিন, ব্যায়াম করুন।

Share.