এক বছর ক্রিকেটের আশা করবেন না- শোয়েব আখতার

0

খেলা ডেস্ক: করোনাভাইরাসের কারণে আগামী এক বছর ক্রিকেট আয়োজনের করা সম্ভব নয় বলেই মনে করেন শোয়াব আখতার।

কিছুদিন আগে করোনার বিরুদ্ধে লড়তে ভারত-পাকিস্তান সিরিজ আয়োজনের প্রস্তাব দিয়েছিলেন পাকিস্তানের সাবেক ফাস্ট বোলার শোয়েব আখতার। তাঁর সে প্রস্তাব অবশ্য খুব একটা হালে পানি পায়নি। সে কারণেই কিনা ‘রাওয়ালপিন্ডি এক্সপ্রেস’ নতুন করে বলে দিলেন, করোনার কারণে আগামী এক বছর ক্রিকেট আয়োজন সম্ভব নয়।

শোয়েবের ‘ভারত-পাকিস্তান সিরিজ’ প্রস্তাবের বিপক্ষে বলেছিলেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক কপিল দেব। তিনি বলেছিলেন আগামী ৬ মাস ক্রিকেট হওয়ার কোনো সুযোগ নেই। শোয়েব এখন তাঁর কথার সুর ধরেই বলছেন ১ বছর ক্রিকেট না হওয়ার কথা।

আগামী অক্টোবর-নভেম্বরে অস্ট্রেলিয়ায় টি-টোয়েন্টি সিরিজ নিয়েও আশাবাদী নন পাকিস্তানের সাবেক এ ফাস্ট বোলার, আমি কোনো সম্ভাবনা দেখি না। শুধু তা-ই নয় ভারত-অস্ট্রেলিয়া সিরিজও হবে না। মোট কথা আগামী এক বছর কোনো ক্রিকেটের আশাই করবেন না।

ভারত-অস্ট্রেলিয়া সিরিজে ভারতের সম্ভাবনা দেখছিলেন শোয়েব। তাঁর মতে সিরিজটি হলে অস্ট্রেলিয়াকে যথেষ্ট বেগ দিত ভারত, ভারত নিউজিল্যান্ডের কাছে হেরেছে তো কী হয়েছে। সম্প্রতি বিরাট কোহলির নেতৃত্বে ভারত বিদেশের মাটিতে বেশ ভালো করছিল। নিউজিল্যান্ডে তারা কোনো কারণে নামের প্রতি সুবিচার করতে পারেনি। কিন্তু অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজটি হলে তারা অস্ট্রেলিয়াকে যথেষ্ট পরীক্ষায় ফেলতে পারত।

Share.