গতকাল থেকে শুরু হয়েছে একাদশ শ্রেণিতে ২০২১-২২ শিক্ষাবষের্র শিক্ষার্থীদের অনলাইনে ভর্তিতে প্রথম পর্যায়ের আবেদন। ১৫ জানুয়ারি পর্যন্ত অনলাইনে ভর্তির আবেদন করা যাবে।
প্রথমদিন সারাদেশে আবেদন করেছেন ৩ লাখ ১৯ হাজার ১৯৭ শিক্ষার্থী।
শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের তথ্য মতে, ২০২১-২২ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির জন্য অনলাইনে আবেদন ফি ১৫০ টাকা। সর্বনিম্ন ৫টি ও সর্বোচ্চ ১০টি কলেজ বা সমমানের প্রতিষ্ঠানে পছন্দক্রমের ভিত্তিতে আবেদন করতে পারবে একজন শিক্ষার্থী।
যতগুলো কলেজে আবেদন করবেন, তার মধ্য থেকে মেধা, কোটা ও পছন্দক্রমের ভিত্তিতে একটি মাত্র কলেজে তার অবস্থান নির্ধারণ করা হবে।
এবারও এসএসসি বা সমমানের পরীক্ষার ফলের ভিত্তিতে অনলাইনে সিলেকশনের মাধ্যমে ভর্তি করা হবে।
এ বিষয়ে ঢাকা শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক অধ্যাপক আবু তালেব মো. মোয়াজ্জেম হোসেন বলেন, দিনের যে কোনো সময় শিক্ষার্থীরা আবেদন করতে পারছে। এটি যেহেতু চলমান থাকছে, তাই নির্দিষ্ট করে এক দিনে কতটি আবেদন জমা পড়েছে, তা বলা কঠিন। তবে সন্ধ্যা ৬টা পর্যন্ত ৩ লাখ ১৯ হাজার ১৯৭ শিক্ষার্থী ভর্তির জন্য আবেদন করেছে।
একজন শিক্ষার্থী যেহেতু সর্বনিম্ন পাঁচটি থেকে সর্বোচ্চ ১০টি কলেজে আবেদন করতে পারে, সেই হিসেবে এখন পর্যন্ত তারা ১৭ লাখ ৬২ হাজার ২৪৭টি আবেদন করেছে।
শিক্ষার্থীদের আবেদনের জন্য ওয়েবসাইটে প্রবেশ করতে হচ্ছে। তারা সর্বনিম্ন পাঁচটি ও সর্বোচ্চ ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান নির্বাচন করতে পারছে। ভর্তির জন্য তিন ধাপে মেধা তালিকা প্রকাশ করা হবে। ১৫ জানুয়ারি পর্যন্ত শিক্ষার্থীরা অনলাইনে আবেদন করতে পারবে।
ক্লাস শুরু হবে ২ মার্চ থেকে।
যে শিক্ষার্থীরা এসএসসি ও দাখিলের ফল পুনঃনিরীক্ষার আবেদন করবেন, তারা ১৫ জানুয়ারির মধ্যে আবেদন করলেও ফল পরিবর্তনকারীরা ২২ ও ২৩ জানুয়ারি আবেদন করতে পারবেন।
২৪ জানুয়ারি পছন্দক্রম পরিবর্তনের সুযোগ দেয়া হবে। আর ২৯ জানুয়ারি প্রথম দফায় নির্বাচিত শিক্ষার্থীদের ফল প্রকাশ করা হবে। ♦