সপ্তাহখানেক আগে আফগানিস্তানের ক্ষমতা দখলে নেয়া তালেবানের অফিসিয়াল ওয়েবাসাইট ইন্টারনেট থেকে হঠাৎ উধাও হয়ে গেছে। বন্ধ হয়ে গেছে হোয়াটসঅ্যাপও।
শুক্রবার রাত থেকে ওয়েবসাইটটি আর দেখা যাচ্ছে না ইন্টারনেটে।
কারিগরি সমস্যার কারণে নাকি অন্য কোনো কারণে ওয়েবসাইট দেখা যাচ্ছে না ও হোয়াটসঅ্যাপ কেন বন্ধ সেটি নিশ্চিত হওয়া যায়নি।
তালেবান পাঁচটি ভাষায় ওয়েবসাইট নিয়ন্ত্রণ করে। এগুলো হচ্ছে পশতু, দারি, আরবি, উর্দু ও ইংরেজি। পাঁচটি ওয়েবসাইটই শুক্রবার থেকে দেখা যাচ্ছে না।
হোস্টিং প্রতিষ্ঠান ক্লাউডফ্লায়ার ওয়েবসাইটের নিরাপত্তা ও অন্য সেবা দিয়ে থাকে। তাদের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও বিষয়টি নিয়ে কথা বলতে রাজি হননি।
ইন্টারনেট থেকে তালেবানের ওয়েবসাইট মুছে যাওয়ার বিষয়টি প্রথম জানায় ওয়াশিংটন পোস্ট।
১৫ আগস্ট কাবুল দখলের মধ্য দিয়ে দেশটির ক্ষমতা নেয় তালেবান। দেশটিতে দুই দশক পর ক্ষমতায় আসল তারা।
যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন ন্যাটো জোট দেশটি থেকে সেনা প্রত্যাহারের পর একের পর এক শহর দখল করতে থাকে তালেবান। শেষ কাবুল দখল নিয়ে ক্ষমতায় আসে তালেবান।
আফগানিস্তানের দখলের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছিল জাতিসংঘ ও অনেক রাষ্ট্র। কয়েক দিন আগে ফেসবুকের তরফে ঘোষণা করা হয়, তালেবানদের ইতিবাচকভাবে তুলে ধরা হলেও সেই পোষ্টের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ফেসবুক কর্তৃপক্ষ। তা নিয়ে এ কয়দিনে বেশ কয়েক বার নিয়ম বদলেছে ফেসবুক। ♦