উই’র এন্ট্রাপ্রেনিউর মাস্টারক্লাসের ২য় পর্ব অনুষ্ঠিত

0

দেশীয় নারী উদ্যোক্তাদের সবচেয়ে বড় প্লাটফর্ম উইমেন এন্ড ই-কমার্স ফোরাম (উই)। প্রতিষ্ঠানটির গ্রুপ সদস্য সাড়ে সাত লাখের বেশী।

সংগঠনটি জুলাই থেকে প্রতি মাসে একটি করে সেশন পরিচালনার উদ্যোগ নিয়েছে। এতে আন্তর্জাতিক প্লাটফর্মগুলোর নানা গুনী ট্রেইনার/উদ্যোক্তাদের অতিথি করা হবে। উই’র উপদেষ্টা সৌম্য বসুর জনপ্রিয় ট্রেনিং মডেল এটি।

গতকাল ১৭ আগস্ট উই’র মাস্টারক্লাসে ট্রেইনার হিসেবে জুম প্লাটফর্মে যুক্ত জন ইন্টারন্যাশনাল বিজনেস মাহাশারাখাম বিজনেস স্কুল থাইল্যান্ডের প্রভাষক এ্যাডাম বেটস অংশ নেন। তিনি একইসঙ্গে ক্যালিহাম গ্রুপের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী। সেশনটিতে তিনি বিশ্বের নানা উদ্যোক্তার মার্কেটিং স্ট্র্যাটেজি সম্পর্কে সবাইকে অনুপ্রাণিত করেন।

তিনি বলেন, “আমি অবাক তোমাদের দেশের নারীদের এ উদ্যোগ দেখে এই এগিয়ে যাওয়া দেখে। বাংলাদেশ এগিয়ে যাবে নিশ্চিত।”

সেশনে অংশ নিয়ে উদ্যোক্তাদের উৎসাহিত করেন উই’র এডভাইজর রাজীব আহমেদ।

প্রায় ৫০০ প্রশিক্ষনার্থী এ সেশনে অংশ নেন।

এরপর বাংলায় উই গ্রুপে সবার জন্য উন্মুক্ত সেশন পরিচালনা করা হয়। সেশনটি পরিচালনা করেন থটের চেয়ারম্যান মাহবুবুল আলম।

উই’র প্রতিষ্ঠাতা নাছিমা আক্তার নিশা বলেন, “উই দেশীয় পণ্য নিয়ে কাজ করে। আমরা শিখিয়েছি যে নারীদের নিজস্ব উদ্যোগ দিয়ে পরিবারে সমর্থন করা উচিত। আমাদের সদস্যদের অনেকে এ করোনাকালে পরিবারের দায়িত্ব নিয়েছেন।”

প্রতি মাসে একবার অনুষ্ঠানটির আয়োজন করবে উই। সহায়তা করবে আইসিটি মন্ত্রনালয়।

Share.