ইবিএল-বিএমএমওএ কো-ব্র্যান্ড কার্ড উদ্বোধন

0

ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) এবং বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন (বিএমএমওএ) সম্প্রতি ভিসার সহযোগিতায় কো-ব্র্যান্ড ভিসা প্লাটিনাম ও সিগনেচার কার্ড এবং ডেবিট কার্ড চালু করেছে।

কো-ব্র্যান্ড ক্রেডিট কার্ড ব্যবহারকারী বিএমএমওএ’র সদস্যরা বিভিন্ন সুবিধা ভোগ করবেন, যার মধ্যে রয়েছে বিশ্বের বিভিন্ন বিমানবন্দর লাউঞ্জে প্রবেশাধিকার, ঢাকা এবং চট্টগ্রাম এয়ারপোর্টে সৌজন্যমূলক সেবা, সারা বছর ধরে ডিসকাউন্ট, ইবিএল মার্চেন্ট পার্টনারদের থেকে ক্যাশব্যাক সুবিধা এবং রিটেইল ক্রয়ের বিপরীতে রিওয়ার্ড পয়েন্ট।

কো-ব্র্যান্ড ডেবিট কার্ড ব্যবহারকারীরা নির্ঝঞ্ঝাট ও সুরক্ষিত পেমেন্টসহ অন্যান্য সুবিধা পাবেন।

Share.