ইন্সটাগ্রামে লিওনেল মেসির ২০ কোটি ফলোয়ার

0

বিশ্বের অষ্টম তারকা ও দ্বিতীয় ক্রীড়াবিদ হিসেবে জনপ্রিয় সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইন্সটাগ্রামে ভক্তসংখ্যা ২০ কোটি ছাড়িয়েছেন লিওনেল মেসি। আজ ১ মে শনিবার এ মাইলফলক অর্জন করেছেন আর্জেন্টিনা অধিনায়ক মেসি।

তবে অনলাইনে নিপীড়নের প্রতিবাদে এ মাইলফলক ছোঁয়ার রেকর্ড উদযাপন করছেন না তিনি।

ইন্সটাগ্রামে নিজের একটি ছবি দিয়েছেন মেসি। ছবিতে লেখা ২০০ মিলিয়ন কথাটা লেখার পর লাল রঙ দিয়ে কেটে দেয়া হয়েছে। নিচে লেখা আছে #স্টপঅনলাইনঅ্যাবিউজ।

ছবির ক্যাপশনে অনলাইন নিপীড়নের বিরুদ্ধে নিজের শক্ত অবস্থান তুলে ধরেছেন মেসি। লিখেছেন, ‘আপনাদের কাছ থেকে সবসময় যে সমর্থন ও ভালোবাসা পাই, সেজন্য আমি কৃতজ্ঞ। কিন্ত আমার মনে হয় এটি প্রতিটা প্রোফাইলের পেছনে যে মানুষগুলো থাকে তাদেরকে গুরুত্ব দেয়ার উপযুক্ত সময়। প্রতিটি অ্যাকাউন্টের পেছনে একজন রক্ত মাংসের মানুষ থাকেন। যিনি হাসেন, কাঁদেন, উপভোগ করেন ও কষ্ট পান। তারা অনুভূতি সম্পন্ন মানুষ।’

ধর্ম, বর্ণ, গোত্র কিংবা লিঙ্গ নির্বিশেষে কারোরই দুর্ব্যবহার প্রাপ্য নয় উল্লেখ করে মেসি লেখেন, ‘আমরা এমন একটা সময়ে বাস করছি যেখানে প্রতিনিয়ত প্রতিটা প্ল্যাটফর্মে নিপীড়ন বাড়তে দেখছি। দেখছি যে, এর বিরুদ্ধে কেউ কিছু করছেন না। এ ধরণের আক্রমণাত্মক মনোভাব শক্তভাবে নিন্দা করতে হবে ও যেসব প্রতিষ্ঠান এসব প্ল্যাটফর্ম চালায় তাদের কাছে দাবি করতে হবে যেন এ ধরণের আচরণের বিরুদ্ধে তারা জরুরি ব্যবস্থা নেয়।’

নিজের ফলোয়ারদের অনলাইন নিপীড়নের বিরুদ্ধে ক্রুসেডের ডাক দেন বার্সেলোনা ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা ও ছয়বার ব্যালন ডি’অর জেতা তারকা।

তিনি তাই লিখেছেন, ‘আমি আপনাদের, ২০০ মিলিয়ন ফলোয়ারদের বলব, প্ল্যাটফর্মগুলোকে আরও সুরক্ষিত ও সম্মানের জায়গা হিসেবে প্রতিষ্ঠিত করতে আপনারা ২০০ মিলিয়ন কারণ হয়ে এগিয়ে আসুন। যাতে করে আমরা নির্দ্বিধায় ও নির্ভয়ে আমাদের মনের ভাব প্রকাশ করতে পারি। যাতে করে অপমান, বর্ণবাদ, নিপীড়ন ও বিদ্বেষের জায়গা এসব প্ল্যাটফর্মে না হয়।’

লিওনেল মেসির আগে ইন্সটাগ্রামে ২০ কোটি ভক্তসংখ্যায় পৌছান ক্রিস্টিয়ানো রোনালডো। বর্তমানে তার ফলোয়ার ২৮ কোটি, যা এ প্ল্যাটফর্মে সর্বোচ্চ।

Share.