ইদের সাতদিন সকাল সোয়া দশটায় হুমায়ূনের সিনেমা

0

বিনোদনমূলক অনুষ্ঠানমালায় ঈদুল ফিতরে আট দিনব্যাপী বিশেষ আয়োজন সাজিয়েছে চ্যানেল আই। এর মধ্যে সাতদিন থাকছে হুমায়ূন আহমেদের গল্পে নির্মিত একটি করে চলচ্চিত্র।

হুমায়ূন ছাড়াও দুটি সিনেমা পরিচালনা করেছেন মেহের আফরোজ শাওন ও তৌকীর আহমেদ।

চ্যানেল আই সূত্রে জানা গেছে, ঈদের দিন থেকে সপ্তম দিন পর্যন্ত প্রতিদিন সকাল সোয়া ১০টায় চলচ্চিত্রগুলো প্রচার হবে।

কৃষ্ণপক্ষ: প্রচার হবে ঈদের দিন সকাল।

আমার আছে জল: ঈদের দ্বিতীয় দিন।

শ্রাবণ মেঘের দিন: ছবিটি দেখা যাবে ঈদের তৃতীয় দিন।

চন্দ্রকথা: ছবিটি দর্শক দেখতে পারবেন ঈদের চতুর্থ দিন।

দারুচিনি দ্বীপ: ঈদের পঞ্চম দিন সকালে প্রচার হবে।

দুই দুয়ারী: ঈদের ষষ্ঠ দিন।

নয় নম্বর বিপদ সংকেত: সপ্তম দিন সকালে।

Share.