ইকোনমিকস ক্যারিয়ার অ্যালায়েন্স এক্সপোর সূচনা

0

কোনমিকস ক্যারিয়ার অ্যালায়েন্সের (ইসিএ) তিন দিনের ইভেন্ট ‘ইসিএ ক্যারিয়ার এক্সপো ২.০’-এর সূচনা হয়েছে। এক্সপোর উদ্বোধনী অনুষ্ঠান মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হয়।

তিন দিনব্যাপী এই এক্সপো চলবে আগামী ৩ আগস্ট পর্যন্ত।

ইসিএ ক্যারিয়ার এক্সপোর মাধ্যমে সংশ্লিষ্ট শিল্পের নেতা ও বিভিন্ন খাতের বিশেষজ্ঞদের একত্র করার মাধমে প্যানেল আলোচনা, কর্মশালা এবং নেটওয়ার্কিং সুযোগ আরো গতিশীল করার সুযোগ তৈরি হয়েছে। পাশাপাশি জ্ঞান বিনিময়, উদ্ভাবন প্রচার এবং অর্থপূর্ণ অংশীদারিত্ব তৈরি করাই এই এক্সপোর উদ্দেশ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মাসুদা ইয়াসমিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সমাজ বিজ্ঞান অনুষদের ডিন ড. জিয়া রহমান।

এক্সপোতে প্রথম সেশনে বিভিন্ন খাতে নেতৃত্ব দিয়েছেন দেশের বিভিন্ন খাতের বিশিষ্টজনেরা। উন্নয়ন খাতে নেতৃত্ব দেন ইউএনডিপির জলবায়ু পরিবর্তন এবং দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা, প্রোগ্রাম বিশেষজ্ঞ আরিফ খান, গবেষণা খাতে নেতৃত্ব দেন লুমিনারিস রিসার্চের বাণিজ্যিক নেতা মনজুর মোর্শেদ, কনজিউমার ইনসাইটস ম্যানেজার শাহনাজ পারভীন, খুচরা পরিমাপ পরিষেবার সিনিয়র ম্যানেজার মুহম্মদ জুবায়ের চৌধুরী।

দ্বিতীয় সেশনে বিকাশের প্রতিষ্ঠাতা ও সিইও কামাল কাদির, ইআরডি সচিব শরিফা খান, কাজী ফুডস ইন্ডাস্ট্রির সিইও তানভীর হায়দার চৌধুরী প্রমুখ নেতৃত্ব দেন এবং তাদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

উদ্বোধনী দিনে এই এক্সপোর আয়োজকদের পক্ষ থেকে বলায় হয়, এমন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সাফল্যের গল্প তুলে ধরা হয়েছে যারা চ্যালেঞ্জ মোকাবেলা করে আজকের এই জায়গায় এসেছেন। সবাই বিভিন্ন ঝুঁকি নিয়েই অসাধারণ সব মাইলফলক অর্জন করেছে। আজকের অধিবেশনগুলো একটি স্মরণীয় ঘটনা হয়ে থাকবে। এই এক্সপোতে অংশগ্রহণকারীদের থেকে শক্তি এবং উদ্দীপনা নিয়ে আমরা আগামী দু’দিনে এই এক্সপোটি সফলভাবে শেষ করতে পারব। 

Share.