ইউরোপে ফুটবল গড়াচ্ছে মাঠে

0

খেলা ডেস্ক: জার্মানির বুন্দেসলিগা ৯ মে মাঠে গড়াতে পারে৷ আগামীকাল বিষয়টি চূড়ান্ত হবে৷ ইউরোপের অন্য দেশগুলোও চাইছে তাদের মৌসুম শেষ করতে৷ তবে কবে থেকে তা সবাই নিশ্চিত নয়৷

করোনা ভাইরাসের প্রকোপ কিছুটা নিয়ন্ত্রণে আনতে পারায় জার্মানি কিছু বিষয়ে কঠোর বিধিনিষেধ তুলে নিতে চাইছে৷ সেক্ষেত্রে নিরাপত্তাবিধি মেনে শিগগিরই ফুটবলও গড়াতে পারে মাঠে, এমন আভাস এরই মধ্যে পাওয়া গেছে৷ অর্থাৎ দর্শক থাকবেন টিভিসেটের সামনে, গ্যালারিতে নয়৷ একাধিক রাজ্যের মুখ্যমন্ত্রী স্থানীয় পত্রপত্রিকায় ইঙ্গিতও দিয়েছেন৷ তবে বার্তা সংস্থা ডিপিএ জানিয়েছে, বৃহস্পতিবার জার্মান ফুটবল লিগ কর্তৃপক্ষ ডিএফএল এ বিষয়ে সিদ্ধান্ত জানাবে৷

তবে রাজ্যভেদে অবস্থা ভিন্ন হতে পারে৷ নর্থ রাইন-ওয়েস্টফালিয়া ও বাভেরিয়া রাজ্য ৯ মে ফুটবল শুরুর পক্ষে৷ অন্য ১৪ রাজ্যের খবর এখনো জানা যায়নি৷ জার্মানিতে ৩ মে থেকে বেশ কিছু বিষয় শিথিল করার সিদ্ধান্ত হয়ে আছে৷ এসব বিষয় নিয়ে কেন্দ্রীয় সরকার রাজ্যগুলোর সঙ্গে আগামী ৩০ এপ্রিল আবার বসবে৷

মৌসুম শেষ করতে না পারলে কোটি কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়বে ক্লাবগুলো৷ কিকার ম্যাগাজিন বলছে, জার্মানির ১৩টি বুন্দেসলিগা ও দ্বিতীয় সারির ক্লাব ঋণখেলাপি হয়ে যাবে৷

আগের ঘোষণা অনুযায়ী, কমপক্ষে জুন পর্যন্ত বন্ধ থাকবে ইংলিশ প্রিমিয়ার লিগ৷ গত শুক্রবার প্রথমসারির ২০টি ক্লাবের সঙ্গে বসেছিল লিগ কর্তৃপক্ষ৷ তারা মৌসুম শেষ করার বিষয়ে একমত হয়েছে৷ তবে কবে থেকে তা শুরু হতে পারে এখনো সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি৷ এ সপ্তাহে এ নিয়ে আরো আলোচনা হবার কথা রয়েছে৷ যুক্তরাজ্য সরকার কমপক্ষে মে মাসের মাঝামাঝি পর্যন্ত লকডাউন রাখার সিদ্ধান্ত নিয়েছে৷

Share.