আহমেদ ফুড প্রোডাক্টসের ব্যবস্থাপনা পরিচালক মিনহাজ আহমেদ পুরস্কৃত

0

হমেদ ফুড প্রোডাক্টসের (প্রাইভেট) লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব মিনহাজ আহমেদকে ইউনাইটেড রিসার্চ সার্ভিস দ্য গ্লোবাল ইয়ুথ আইকন অব দ্য ইয়ার (২০২১-২০২২) হিসেবে পুরস্কৃত করা হয়েছে।

উদ্ভাবনী ধারণা ও নিরন্তর প্রচেষ্টার ফসল এ পুরুস্কার, যা কোম্পানির জন্য সাফল্য বয়ে এনেছে।

শুধু ব্র্যান্ড-ই নয়, জনাব মিনহাজ আহমেদ আমাদের দেশকে আন্তর্জাতিক পর্যায়ে সম্মানে উন্নীত করেছেন।

জনাব মিনহাজ আহমেদের প্রচেষ্টা, নিষ্ঠা ও কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে আহমেদ ফুড কয়েক দশক ধরে আন্তর্জাতিকভাবে পুরস্কৃত হচ্ছে। তার প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি নানা আন্তর্জাতিক স্বীকৃতিতে সমৃদ্ধ হয়েছে।

এর আগে জনাব মিনহাজ আহমেদ The BIZZ-এর ‘এক্সিলেন্স ইন মার্কেটিং ম্যানেজমেন্ট’ স্বীকৃতি পান। আহমেদ ফুড টিমকেও এ লক্ষ্যের দিকে পরিচালিত করছেন তিনি, যার দরুন অর্জিত হয়েছে এসব পুরস্কার।

এক যুগ ধরে আহমেদ ফুড বিশ্ব দরবারে বাংলাদেশকে উপস্থাপন করছে তার পণ্যের গুনগতমান বজায় রেখে।

এ সাফল্য অর্জনে আহমেদ ফুড ও এর এমডি মিনহাজ আহমেদকে অসংখ্য শুভেচ্ছা। 

Share.