বাংলাদেশের বাজারে আসছে ভিভোর নতুন স্মার্টফোন ‘ভিভো ওয়াই৫০’। আগামীকাল ১৮ জুন ডিজিটাল মাধ্যমে স্মার্টফোনটিকে পরিচয় করিয়ে দেবে বহুজাতিক মোবাইল ফোন নির্মাতা প্রতিষ্ঠান ভিভো।
ভিভো বাংলাদেশ জানিয়েছে, আগামীকাল বৃহস্পতিবার থেকে গ্রাহকরা ভিভো ওয়াই৫০ কিনতে প্রি-বুকিং দিতে পারবেন। ফোনটি পাওয়া যাবে আগামী ২৪ জুন থেকে। ফোনটির দাম ২২ হাজার ৯৯০ টাকা। ভিভো ওয়াই৫০ পাওয়া যাবে আইরিশ ব্লু ও পার্ল হোয়াইট রঙে।
এপ্রিলে চীনের বাজারে যাত্রা করে ‘ভিভো ওয়াই৫০।’ চলতি মাসে ভারতের বাজারেও প্রবেশ করে স্মার্টফোনটি। দুই দেশের বাজারে জনপ্রিয় হয়ে উঠেছে
‘ভিভো ওয়াই ৫০’ এর র্যাম ৮ জিবি। রম ১২৮ জিবি। ছবির জন্য ওয়াই৫০ ফোনে আছে কোয়াড রিয়ার ক্যামেরা সেটআপ। রিয়ার ক্যামেরাগুলো হচ্ছে ১৩ মেগাপিক্সেলের (এমপি) প্রাইমারি সেন্সর, ৮ এমপির আলট্রা ওয়াইড সেন্সর, ২ এমপির ম্যাক্রো লেন্স ও ২ এমপির ডেপথ সেন্সর ক্যামেরা। এছাড়া সেলফি ক্যামেরায় রয়েছে ১৬ এমপির হাই ডাইনামিক রেঞ্জ (এইচডিআর) ক্যামেরা সেন্সর।
৬ দশমিক ৫৩ ইঞ্চি ডিসপ্লের ‘ভিভো ওয়াই৫০’ ৫০০০ এমএএইচ ব্যাটারি ক্ষমতাসম্পন্ন।
এর আগে এ মাসের শুরুতে ‘ভি ১৯’ নামে একটি স্মার্টফোন বাজারে আনে ভিভো। ‘ভি ১৯’ এর মতো ‘ভিভো ওয়াই ৫০’ ফোনেও যুক্ত করা হয়েছে আইভিউ ডিসপ্লে । ফোনটির রেজ্যুলোশন ২৩৪০x১০৮০ পিক্সেল। ‘ভিভো ওয়াই ৫০’ এর স্ক্রিন টু বডি রেশিও ৯০ দশমিক ৭ শতাংশ।
‘ভিভো ওয়াই৫০’ পরিচালিত হবে স্ন্যাপড্রাগন ৬৬৫ এসওসি মোবাইল প্ল্যাটফর্মে। ♦