আল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ড ও প্রথম মার্কেট মেকারের অনুমোদন

0

ল-আরাফাহ ইসলামী ব্যাংকের ৫০০ কোটি টাকার বন্ডের অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।

এদিকে দেশে প্রথম মার্কেট মেকারের অনুমোদন দিল সংস্থাটি।

আজ বিএসইসির এক সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।

জানা গেছে, আল-আরাফাহ ইসলামী ব্যাংকের অনুমোদিত বন্ডের মধ্যে ৪৫০ কোটি টাকার ইউনিট প্রাইভেট প্লেসমেন্টে বরাদ্দ করা হবে।

অবশিষ্ঠ ৫০ কোটি টাকার ইউনিট বরাদ্দ করা হবে প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে। এর প্রতি ইউনিটের অভিহিত মূল্য পাঁচ হাজার টাকা। প্রাইভেট প্লেসমেন্টের ক্ষেত্রে ন্যূনতম সাবস্ক্রিপশন হবে পাঁচ কোটি টাকা।

আর আইপিওতে ন্যূনতম পাঁচ হাজার টাকা লাগবে আবেদন করতে। আলোচিত বন্ডটি হবে মেয়াদহীন।

বন্ডটির কুপন হার হবে ৬ থেকে ১০ শতাংশের মধ্যে।

এদিকে দেশের পুঁজিবাজারে বাজার সৃষ্টিকারী তথা মার্কেট মেকার হিসেবে লাইসেন্স পেতে চলেছে চটগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ট্রেকহোল্ডার বি রিচ লিমিটেড।

আজকের সভায় এ সিদ্ধান্ত জানানো হয়।

এটি হবে দেশের প্রথম মার্কেট মেকার প্রতিষ্ঠান। প্রসঙ্গত, মার্কেট মেকার হচ্ছে এমন একটি প্রতিষ্ঠান, যেটি এক বা একাধিক কোম্পানির শেয়ারের বাজার তৈরি করে থাকে। প্রতিষ্ঠানটি ওই শেয়ারের দামের একটি উর্ধ্বসীমা ঘোষণা করে, যে সীমা অতিক্রম করলে সে তার কাছে থাকা শেয়ার বিক্রি করবে। একইভাবে ওই শেয়ারের একটি নিম্নসীমা উল্লে­খ ঘোষণা করে, যে সীমায় নামলে সে ওই শেয়ার বাজার থেকে কিনবে।

Share.