আর্থিক সংকটে বিনিয়োগকারীরা

0

পুঁজিবাজার ডেস্ক: করোনা মোকাবিলায় ২৬ মার্চ থেকে ২৫ এপ্রিল পর্যন্ত বাংলাদেশে সাধারণ ছুটি চলছে। এর ফলে প্রায় এক মাস ধরে পুঁজিবাজার বন্ধ। তাই ব্রোকারেজ হাউজ ও মার্চেন্ট ব্যাংকে বেনিফিশিয়ারি ওনার্স (বিও) অ্যাকাউন্ট থেকে উত্তোলনযোগ্য (ম্যাচুয়েড) টাকাও তুলতে পারছেন না বিনিয়োগকারীরা। এত এ খাতে নির্ভরশীলরা অর্থ সংকটে পড়েছেন।

সংশ্লিষ্টরা বলছেন, করোনা-সংক্রমণ দীর্ঘমেয়াদি হলে পুঁজিবাজারের বিনিয়োগকারীরা আরও সংকটে পড়বেন।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক মো. শাকিল রিজভী জানিয়েছেন, করোনার কারণে যদি ছুটির মেয়াদ আরও বাড়ে, তখন বিনিয়োগকারীরা তাদের কোডে থাকা ম্যাচুয়েড টাকা কীভাবে তুলবেন, সে বিষয়ে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।

বাংলাদেশ পুঁজিবাজার বিনিয়োগকারী ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক কাজী আব্দুর রাজ্জাক বলেন, এ মুহূর্তে পুঁজিবাজার খোলা না হলেও বিনিয়োগকারীদের বিও হিসাবে উত্তোলনযোগ্য টাকা দেওয়ার ব্যবস্থা করতে হবে। অন্তত এক মাস চলার জন্য মতো কিছু টাকা ঋণ হিসেবে হলেও দেওয়ার আহ্বান জানান তিনি।

Share.