আর্থিক বিপর্যয় এড়াতে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে বিল পাস

0

আর্থিক বিপর্যয় (শাটডাউন) এড়াতে যুক্তরাষ্ট্রের হাউস অব রিপ্রেজিন্টেটিভে ফান্ডিং বিল পাস হয়েছে। এই বিলটি চূড়ান্ত হতে এখন সিনেটের অনুমোদন প্রয়োজন হবে।

ডেমোক্রেট ও রিপাবলিকান দুই দলের প্রতিনিধিদের উপস্থিতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। বিলটি ৩৩৬-৯৫ ভোটে পাস হয়।

বিলটির পক্ষে ডেমোক্রেট প্রতিনিধিদের ভোট পড়েছে ২০৯টি। বিলটির বিপক্ষে ভোট দিয়েছেন ৯৩ জন রিপাবলিকান ও দুইজন ডেমোক্রেট।

এ বিলটি হাউসে উপস্থাপন করা হয়েছে ‘সাসপেনশন অব দ্য রুলস’ নামে একটি প্রক্রিয়া অনুসরণ করে। নবনির্বাচিত স্পিকার মাইক জনসন এতে স্বাক্ষর করেন।

এর আগে বিলে খরচ কমানোর কথা অন্তর্ভুক্ত না থাকায় স্পিকার জনসনের আনা এ প্রস্তাবের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অবস্থান নেন ৩০ জন কট্টরপন্থি রিপাবলিকান।

সরকারের চলতি তহবিল বরাদ্দ শেষ হওয়ার কথা আগামীকাল শুক্রবারে। বিলটি চূড়ান্ত হওয়ার জন্য শুক্রবারের আগেই একে সিনেটের অনুমোদন পেতে হবে। চূড়ান্ত হলে বিল অনুযায়ী সরকারের তহবিল বরাদ্দের প্রাথমিক সময়সীমা বাড়বে ২০২৪ সালের ১৯ জানুয়ারি পর্যন্ত।

এ বিলটিতে সামরিক অবকাঠামো নির্মাণ, সামরিক বাহিনীর অবসরপ্রাপ্তদের খরচ, যাতায়াত, গৃহায়ন ও জ্বালানি খাতে তহবিল বরাদ্দ দেওয়া হবে। বিলটির প্রথম পর্যায়ের তহবিল বরাদ্দের সময়সীমা শেষ হওয়ার পর সরকারের বাকি কার্যক্রমগুলোয় তহবিল বরাদ্দ দেয়া হবে আগামী বছরের ২ ফেব্রুয়ারি পর্যন্ত।

হাউসে পাস হওয়া এই বিলটিতে ইসরায়েল বা ইউক্রেনের জন্য কোনো সহায়তা বরাদ্দের কথা উল্লেখ নেই।

সিনেটের অনুমোদন পেলে এতে প্রেসিডেন্ট জে বাইডেন স্বাক্ষর করবেন। হোয়াইট হাউসের একজন মুখপাত্র বলেছেন, প্রেসিডেন্ট বিলটিতে স্বাক্ষর করার জন্য প্রস্তুত। তিনি বলেন, বর্তমান ফান্ডিংয়ের ধারাবাহিকতা রক্ষার জন্য এবং নতুন কোনা ঝুঁকি এড়ানোর জন্য প্রেসিডেন্ট বিলে স্বাক্ষর করবেন। 

Share.