জুনে শুরু হতে যাওয়া কোপা আমেরিকার গ্রুপ পর্বের ড্র হয়েছে গত ডিসেম্বরে। তবে আর্জেন্টিনা ও ব্রাজিলের গ্রুপে একটি করে দলের নাম তখন চূড়ান্ত ছিল না। সাড়ে তিন মাস পর নিজেদের গ্রুপ পর্বের প্রতিপক্ষ খুঁজে পেয়েছে দুই লাতিন পরাশক্তি।
‘এ’ গ্রুপে আর্জেন্টিনা পেয়েছে কানাডাকে। আগে থেকেই এই গ্রুপে আছে চিলি ও পেরু। আর ‘ডি’ গ্রুপে ব্রাজিল পেয়েছে কোস্টারিকা। এই গ্রুপের অন্য দুটি দল কলম্বিয়া ও প্যারাগুয়ে। ২০ জুন আর্জেন্টিনা–কানাডা ম্যাচ দিয়ে শুরু হবে এবারের কোপা আমেরিকা।
কোপা আমেরিকা দক্ষিণ আমেরিকা মহাদেশের টুর্নামেন্ট হলেও আসর অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের মাটিতে। টুর্নামেন্টে লাতিন আমেরিকার ১০টি দেশের সঙ্গে অংশ নেবে উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের (কনক্যাকাফ) ৬ দল। ড্রয়ের পরও যে দুটি জায়গা বাকি ছিল, আজ সেসবের জন্য প্লে–অফে মুখোমুখি হয় কানাডা–ত্রিনিদাদ অ্যান্ড টোবাগো ও কোস্টারিকা–হন্ডুরাস।
টেক্সাসের টয়োটা স্টেডিয়ামে কনক্যাকাফ নেশনস লিগের ম্যাচটিতে ত্রিনিদাদকে ২–০ গোলে হারায় কানাডা। উত্তর আমেরিকার দেশটির হয়ে গোল করেন কাইল লারিন ও জ্যাকব শাফেলবার্গ। লা লিগার দল রিয়াল মায়োর্কায় খেলা লারিন ম্যাচ জিতে কোপা আমেরিকার টিকিট কাটার অনুভূতি জানাতে গিয়ে বলেন, ‘দল হিসেবে এটা আমাদের জন্য অনেক বড় কিছু। আমি গোল করেছি, দলও কোপা আমেরিকায় জায়গা করেছে বলে খুশি লাগছে।’
কোপা আমেরিকার গ্রুপ পর্ব:
গ্রুপ এ: আর্জেন্টিনা, পেরু, চিলি, কানাডা
গ্রুপ বি: মেক্সিকো, ইকুয়েডর, ভেনিজুয়েলা, জ্যামাইকা
গ্রুপ সি: যুক্তরাষ্ট্র, উরুগুয়ে, পানামা, বলিভিয়া
গ্রুপ ডি: ব্রাজিল, কলম্বিয়া, প্যারাগুয়ে, কোস্টারিকা ♦