আরও অপেক্ষা বাড়লো জনপ্রিয় অভিনেত্রী তামান্নার

0
ক্ষিণী সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী তামান্না ভাটিয়া। তামিল, তেলেগু, মারাঠি ও হিন্দি ভাষার অনেক সিনেমায় অভিনয় করেছেন তিনি। কন্নড় ভাষার একাধিক সিনেমায় অতিথি চরিত্রে দেখা গেছে তাকে। কিন্তু কেন্দ্রীয় কোনো চরিত্রে এখনো অভিনয় করেননি তিনি।

সম্প্রতি জোর গুঞ্জন উঠেছে, কন্নড় ভাষার নাম ঠিক না হওয়া একটি সিনেমায় কেন্দ্রীয় নারী চরিত্রে অভিনয় করতে যাচ্ছেন তামান্না। এতে ‘কেজিএফ’খ্যাত অভিনেতা যশের বিপরীতে অভিনয় করবেন। সিনেমাটি পরিচালনা করবেন নর্থান।

ভারতীয় একটি সংবাদমাধ্যমে কথা বলেছেন নর্থাণ। বলেন, সিনেমাটি নিয়ে গত দুই বছর ধরে যশের সঙ্গে কথা বলছি। কিন্তু এখনো সিনেমাটির মহরতের সময় নির্ধারণ হয়নি। আমি এখনো গল্প লিখছি। এটি যখন একটা পর্যায়ে পৌঁছাবে, তখন যশকে গল্প শোনাবো।

সিনেমাটিতে যশের বিপরীতে তামান্নার অভিনয়ের বিষয়ে প্রশ্ন করা হলে এ পরিচালক বলেন, এখনো চিত্রনাট্য শেষ করতে পারিনি। এজন্য তামান্নাকে কোনো চরিত্রে অভিনয়ের বিষয়ে প্রস্তাবও দিতে পারছি না।

তামান্না ভক্তদের ধারনা ছিল এবার কন্নড় সিনেমায় অভিষেক হবে তাদের প্রিয় তারকার। কিন্তু পরিচালকের বক্তব্য অনেকটা হতাশ করেছে। সে সঙ্গে আবারো কন্নড় সিনেমায় অভিষেকের বিষয়ে তামান্নার অপেক্ষা বাড়লো।

Share.