আবার বেসিসের সভাপতি হচ্ছেন রাসেল টি আহমেদ

0

ফটওয়্যার খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) ২০২৪–২৬ মেয়াদে সভাপতি হচ্ছেন রাসেল টি আহমেদ। এ নিয়ে টানা দুই মেয়াদে সভাপতি হতে যাচ্ছেন তিনি।

বেসিস কার্যালয়ে গত বৃহস্পতিবার বিকেলে কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বিজয়ী পরিচালকদের মধ্যে পদ বণ্টনের নির্বাচন অনুষ্ঠিত হয়। এরপর পদ বণ্টনের ঘোষণা দেন নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান টি আই এম নুরুল কবীর।

বেসিসের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে বিজয়ী ১১ জন পরিচালকের মধ্যে পদ বণ্টনে নির্বাচনে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন টিম ক্রিয়েটিভের রাসেল টি আহমেদ।

জ্যেষ্ঠ সহসভাপতি হয়েছেন সিসটেক ডিজিটালের রাশিদুল হাসান।

এছাড়া অন্যান্য পদে নির্বাচিতরা হলেন সহসভাপতি (প্রশাসন) মাস্টারকার্ড সিঙ্গাপুরের সৈয়দ মোহাম্মদ কামাল এবং সহসভাপতি (অর্থ) ডিভাইন আইটির ইকবাল আহমেদ ফখরুল হাসান।

পরিচালক হিসেবে দায়িত্ব পালন করবেন অ্যাডভান্সড ইআরপির মো. মোস্তাফিজুর রহমান, শুটিং স্টারের দিদারুল আলম, এআর কমিউনিকেশনসের এম আসিফ রহমান, অ্যানালাইজেন বাংলাদেশের মোহাম্মদ রিসালাত সিদ্দিকী, বন্ডস্টেইন টেকনোলজিসের মীর শাহরুখ ইসলাম, কার্নিভ্যাল অ্যাসিউরের বিপ্লব ঘোষ ও এমএস ফাইনালাইটিকসের সৈয়দ আবদুল্লাহ জায়েদ।

আজ ১১ মে বিকেল পাঁচটায় বেসিসের নতুন কমিটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবে নির্বাচন পরিচালনা বোর্ড। 

Share.