যুক্তরাষ্ট্রের কলেজ, বিশ্ববিদ্যালয় ও অন্য উচ্চশিক্ষা কর্মসূচির ৮৬ শতাংশ চলতি বছর শরতে আন্তর্জাতিক শিক্ষার্থীদের সশরীরে ক্যাম্পাসে ফিরিয়ে আনার পরিকল্পনা করছে। আন্তর্জাতিক শিক্ষা ইনস্টিটিউটের (আইআইএ) প্রধান মির্কা মার্টেল বলেন, কভিড-১৯ থেকে বেরিয়ে এসে এখন বিশ্ববিদ্যালয়গুলো শিক্ষাক্ষেত্রে আন্তর্জাতিক শিক্ষার্থীদের ভর্তির বিষয়টিতে পুরোপুরি পুণরুদ্ধারের প্রস্তুতি নিচ্ছে।
যুক্তরাষ্ট্রে ২০২০ সালের ফেব্রুয়ারিতে মহামারির প্রকোপ শুরু হওয়ার পর আইআইএ আন্তর্জাতিক শিক্ষার্থীদের চলাফেরা এবং যুক্তরাষ্ট্র থেকে আসা-যাওয়ার ব্যাপারে কভিড-১৯ এর প্রতিক্রিয়ার উপর নজর রাখছে।
চলতি মাসের ১০ তারিখ প্রকাশিত প্রতিবেদনে প্রতিষ্ঠানটি উল্লেখ করেছে, এক বছরের বেশি সময় পর আমরা যখন এই প্রতিবেদনটি প্রকাশ করছি, শিক্ষা বিষয়ক আন্তর্জাতিক বিনিময়ের ব্যাপারে আমরা সতর্কতার সঙ্গে আশাবাদী।
এ প্রতিবেদনে আরও বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে টিকা নেয়ার বেড়ে যাওয়ায় আমরা লক্ষ করছি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলো তাদের ক্যাম্পাস খুলে দিতে ও বিদেশীসহ সব শিক্ষার্থীকে সরাসরি ক্যাম্পাসে এসে শিক্ষা গ্রহণের জন্য তাদের সম্মিলিত প্রয়াস চালিয়ে যাচ্ছে।
কর্তৃপক্ষ এটাও চাইছে যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো এ বছর শরত্কালে খোলার আগেই যেন শিক্ষার্থীরা টীকা নেয়।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, প্রায় দুই-তৃতীয়াংশ (৬৪ শতাংশ) শিক্ষা প্রতিষ্ঠান সব শিক্ষার্থী, অনুষদের সদস্য ও কর্মীদের টিকাদানে আগ্রহী। ♦