আন্তর্জাতিক বাজারে টানা আট মাসের বেশি সময় পর কমল স্বর্ণের দাম। গত সোমবার স্বর্ণের দাম কমেছে শূন্য দশমিক ৭ শতাংশ। ২০২২ সালের মাঝামাঝির পর এমন খবর পাওয়া গেল।
গত সোমবার আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স (এক আউন্স=২৮ দশমিক ৩৫ গ্রাম) স্বর্ণ শূন্য দশমিক ৭ শতাংশ কমে দাঁড়িয়েছে এক হাজার ৯০৪ ডলার ৮৭ সেন্টে। যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম শূন্য দশমিক ৬ শতাংশ কমে হয়েছে এক হাজার ৯০৯ ডলার ৯০ সেন্ট।
স্বর্ণের আন্তর্জাতিক বাজার বিশ্লেষণকারী বিভিন্ন সংস্থার কর্মকর্তারা জানিয়েছেন, গত বছরের মাঝামাঝি থেকে লাগামহীনভাবে ডলারের মূল্যমান বৃদ্ধির প্রভাব পড়েছিল স্বর্ণের বাজারেও। এ কারণে মূল্যবান ও আকর্ষণীয় এ ধাতুটির দামও ছিল চড়া।
এছাড়া গত বছরের জুনে ইউক্রেন আগ্রাসনের জন্য মস্কোর ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রচেষ্টার অংশ হিসেবে রাশিয়ার সোনার ওপর নতুন আমদানি নিষিদ্ধ করছে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান ও কানাডা। এ ঘোষণার প্রভাব পড়ে আন্তর্জাতিক বাজারে।
২০২১ সালে রাশিয়া ১৫ দশমিক ৪৫ বিলিয়ন ডলার (এক হাজার ৫৪০ কোটি ডলার) মূল্যের সোনা রপ্তানি করে। ২০২২ সালে দেশটির ধনকুবেররা পশ্চিমা নিষেধাজ্ঞার আর্থিক প্রভাব কমাতে বুলিয়ন (সোনা-রুপার বাট) কিনতে শুরু করেন।
২০২২ সালের সেপ্টেম্বরের দিকে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক ব্যাংকগুলোয় ঋণের বিপরীতে নীতি সুদের হার বাড়ানোর নির্দেশ দেয় দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সিস্টেম বা ফেড।
বিশ্লেষকদের মতে, সেই নীতির সুফল এখন পাওয়া যাচ্ছে। ♦