সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের সংস্থা বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) জাতীয় ই-সার্ভিস বাস প্রতিষ্ঠার জন্য ভারত থেকে ‘দ্য অ্যাওয়ার্ড অব ডিসটিংশন ইন ডিজিটাল ইনোভেশন’ পুরস্কার পেয়েছে।
ভারতের দ্য ওপেন গ্রুপ, টোগাফ স্ট্যান্ডার্ডস এন্টারপ্রাইজ আর্কিটেকচার ক্যাটাগরিতে এ পুরস্কার পেয়েছে বিসিসি।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
ওপেন স্ট্যান্ডার্ডস, ওপেন সোর্স সফটওয়্যার ও এন্টারপ্রাইজ আর্কিটেকচার, আইটি ম্যানেজমেন্ট, সাইবার সিকিউরিটি এবং ডিজিটাল ট্রান্সফরমেশনে সেরা পদ্ধতি প্রয়োগের স্বীকৃতিস্বরূপ দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের সংস্থা ও দলকে প্রতিবছর এ সম্মাননা দেয়া হয়।
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে ভার্চ্যুয়ালি ‘দ্য ওপেন গ্রুপ ইন্ডিয়া ফর ইনোভেশন অ্যান্ড এক্সিলেন্স পুরস্কার-২০২২’ পুরস্কার দেয়া হয়।
অনুষ্ঠানে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পক্ষ থেকে সম্মানজনক এ পুরস্কার গ্রহণ করেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের পরিচালক তারেক এম. বরকতউল্লাহ।
বিসিসি জানায়, জাতীয় ই-সার্ভিস বাস এমন একটি প্ল্যাটফর্ম যার মাধ্যমে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ই-সার্ভিসগুলোকে সহজে সমন্বয় করা যায় এবং তথ্যের নিরবচ্ছিন্ন আদান–প্রদান করা সম্ভব হয়। এতে দেশের নাগরিকরা উপকৃত হচ্ছেন। ♦