আটকে পড়া শ্রমিকদের বিমানে করে বাড়ি পাঠালেন বিগ বি

0

ভারতে করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধে লকডাউনের কারণে মুম্বইয়ে আটকে পড়া সাত শতাধিক শ্রমিককে ভাড়া করা বিমানে বাড়ি পাঠিয়েছেন বলিউড সুপারস্টার অমিতাভ বচ্চন।

বুধবার চারটি চার্টার্ড ফ্লাইটে অভিবাসী এ শ্রমিকদের মুম্বাই থেকে উত্তর প্রদেশের বিভিন্ন শহরে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে। খবর বিবিসির।

বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়েছে, আটকে পড়া পরিযায়ী বা অভিবাসী শ্রমিকদের বাড়ি পৌঁছাতে অমিতাভের খরচে মুম্বাই থেকে আরও দুটি ফ্লাইট ছাড়ার কথা রয়েছে।

অমিতাভের ঘনিষ্ঠজনেরা জানান, শ্রমিকদের বাড়ি পাঠাতে এ বলিউড তারকা একটি ট্রেন ভাড়া করতে চাইলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।

অমিতাভের নির্দেশনায় তার প্রযোজনা প্রতিষ্ঠান এবি কর্পোরেশন লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক রাজেশ যাদব পরে শ্রমিকদের বাড়ি পাঠাতে ফ্লাইটগুলো ভাড়া করেন।

গতকাল প্রতিটি ফ্লাইটে ১৮০ জন করে শ্রমিককে মুম্বই থেকে লখনৌ, এলাহাবাদ ও বেনারসে পৌঁছে দেয়া হয়।

অমিতাভের হয়ে রাজেশ সম্প্রতি ১০টি বাসে করে আরও ৩০০র মতো শ্রমিককে লখনৌ, এলাহাবাদ, বাধুনিসহ উত্তর প্রদেশের বিভিন্ন শহরে পৌঁছানোর ব্যবস্থা করেন। এ কাজে মাহিম দরগার ও হাজি আলী দরগারও অংশীদারিত্ব ছিল বলে জানা গেছে।

নতুন করোনাভাইরাসের সংক্রমণ রুখতে মার্চের শেষে মাত্র চার ঘণ্টার নোটিশে ভারতেরজুড়ে কঠোর লকডাউন জারি করা হয়। এতে দেশটির বিভিন্ন শহরে হাজারো পরিযায়ী শ্রমিক আটকা পড়েন।

কাজ ও আশ্রয় হারিয়ে অর্থকষ্টে পড়া অসংখ্য শ্রমিক হেঁটেই শত শত মাইল দূরে বাড়ির পথে রওনা হন। পথে তীব্র গরম ও খাবার-পানির অপ্রতুলতাসহ নানান ঘটনা-দুর্ঘটনায় এদের অনেকের মৃত্যু হয়।

ভারতের কেন্দ্রীয় সরকারও পরে পরিযায়ী শ্রমিকদের বাড়ি ফেরাতে বিশেষ ট্রেনের ব্যবস্থা করে। অমিতাভ ছাড়াও শাহরুখ খান ও সনু সুদের মতো বলিউড তারকারা আটকে পড়া শ্রমিকদের বাড়ি পৌঁছে দিতে নানা উদ্যোগ নিয়েছেন।

Share.