দেশের সব বিভাগীয় বিশ্ববিদ্যালয়ে একযোগে অনুষ্ঠিত হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘খ’ ইউনিটের ভর্তি পরীক্ষা। একটি আসনের বিপরীতে ভর্তি পরীক্ষার যুদ্ধে অংশ নেন ২০ জন পরীক্ষার্থী।
প্রশ্নপত্র কিছুটা কঠিন হয়েছে জানালেও আর তেমন কোনো অভিযোগ ছিলো না পরীক্ষার্থীদের। তবে স্বাস্থ্যবিধি মানার বিষয়ে খুব বেশী আয়োজন ছিলো না পরীক্ষাকেন্দ্রে।
পরীক্ষার্থীদের সঙ্গে অভিভাবকদের কেন্দ্রে না আসার আহ্বান জানিয়ে ঢাবি উপাচার্য বলেছেন, ভর্তি পরীক্ষা নিয়ে কোনো গুজব ছড়ালে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
সব অনিশ্চয়তা আর অপেক্ষার অবসানের পর টানা দুইদিন শিক্ষার্থীদের কলরবে আজ মুখর ছিল ঢাবির সবুজ আঙিনা।
আজ দল বেঁধে খ ইউনিটের ভর্তি পরীক্ষা দিতে ঢাবি ক্যাম্পাসে আসেন ৪৭ হাজার ৬৩২জন আবেদনকারীর মধ্যে প্রায় ১৮ হাজার ৮০০ শিক্ষার্থী। বাকী পরীক্ষার্থীদের আসন ছিলো দেশের বাকী সাতটি বিভাগের বিশ্ববিদ্যালয়ে।
সকাল ১১টায় শুরু হয়ে সাড়ে ১২টা শেষ হয় ভর্তি পরীক্ষা। খ ইউনিটের ২ হাজার ৩৭৮টি আসনের বিপরীতে একেকটির জন্য লড়াই হবে ২০ পরীক্ষার্থীর মধ্যে। ♦