আগস্টে বাংলাদেশে আসছে না নিউজিল্যান্ড

0

স্ট্রেলিয়ার পর বাংলাদেশের বিপক্ষে টেস্ট সিরিজ স্থগিত করল নিউজিল্যান্ড। অর্থাৎ করোনাভাইরাসের কারণে আগস্টে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে আসছে না কিউইরা।

নিউজিল্যান্ড করোনামুক্ত হলেও কঠিন সময়ের মধ্য দিয়ে যাচ্ছে বাংলাদেশ। কোভিড-১৯ রোগী বেড়ে চলেছে। এমন অবস্থায় দুই দেশের ক্রিকেট বোর্ড যৌথভাবে সিরিজটি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে।

বিসিবি সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, উপযুক্ত সময়ে সিরিজটির আয়োজন করা হবে। আগস্ট-সেপ্টেম্বরে হওয়ার কথা ছিল আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ দুটি।

জুনে বাংলাদেশে আসার কথা ছিল অস্ট্রেলিয়ার। বিশ্বজুড়ে করোনা মহামারী দেখা দেয়ায় এপ্রিলেই তারা সিরিজ স্থগিত করে। আর আয়ারল্যান্ড সফর স্থগিত করে বাংলাদেশ।

বাংলাদেশ সবশেষ আন্তর্জাতিক ক্রিকেট খেলেছে মার্চে, জিম্বাবুয়ের বিপক্ষে হোম সিরিজ ছিল সেটি। টিম টাইগার্স কবে মাঠে ফিরবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না।

জুলাইয়ে তিন টেস্টের সিরিজ খেলতে মুমিনুল-মুশফিকদের যাওয়ার কথা শ্রীলঙ্কায়। সিরিজ আয়োজনের জন্য প্রস্তুত শ্রীলঙ্কা। দেশটি করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পেরেছে। তবে বাংলাদেশ এখনও অনুশীলন শুরু করতে পারেনি।

১৭ মার্চ থেকে বন্ধ বিসিবির ক্রিকেটীয় কার্যক্রম।

পূর্ব-নির্ধারিত সূচি অনুযায়ী জুলাইয়ে সিরিজ খেলতে না গেলে বাংলাদেশকে অপেক্ষা করতে হবে সেপ্টেম্বরের এশিয়া কাপ অথবা অক্টোবর-নভেম্বরের টি-টুয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত। যদিও এসিসি ও আইসিসির দুটি টুর্নামেন্ট হবে কিনা সে সিদ্ধান্তও ঝুলে রয়েছে।

Share.