গ্রাহকের জন্য ইন্টারনেট প্রটোকল টেলিভিশন (আইপিটিভি) ও অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্মের সেবা দিতে বাংলাদেশ টেলিকমিউনিকেশন রেগুলেটরি কমিশন (বিটিআরসি) থেকে লাইসেন্স পেয়েছে তথ্যপ্রযুক্তি খাতের কোম্পানি জেনেক্স ইনফোসিস লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
প্রাপ্ত তথ্যমতে, বর্তমানে স্যাটেলাইট টিভির পাশাপাশি আইপিটিভি বেশ জনপ্রিয়। আমাদের দেশে আইপিটিভি ব্যাপকভাবে শুরু না হলেও অনেক দেশে টিভির চেয়ে তুলনামূলক বেশি জনপ্রিয় এ মাধ্যমটি।
জেনেক্স আইপিটিভি লাইসেন্স ব্যবহার করে অ্যান্ড্রোয়েড ডিভাইসের সঙ্গে গুগল সার্টিফাইড অনলাইন ভিডিও স্ট্রিমিং সার্ভিস ডেভেলপ করবে, যা গ্রাহকদের সংবাদ ও বিনোদন সেবা দিতে সক্ষম হবে।
২০১৯ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য পাঁচ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস শেয়ার লভ্যাংশ দিয়েছে। আলোচিত সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে দুই টাকা ৭১ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৬ টাকা ৭০ পয়সা। আর মুনাফা করেছে ১৯ কোটি ৫৬ লাখ টাকা।
কোম্পানিটি ২০১৯ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়ে বর্তমানে ‘এ’ ক্যাটাগরিতে অবস্থান করছে। ১০০ কোটি টাকা অনুমোদিত মূলধনের বিপরীতে পরিশোধিত মূলধন ৯৩ কোটি ৮৪ লাখ টাকা। কোম্পানির রিজার্ভের পরিমাণ ৪২ কোটি ৪১ লাখ ১০ হাজার টাকা। কোম্পানিটির ৯ কোটি ৩৮ লাখ ৪০ হাজার শেয়ারের মধ্যে উদ্যোক্তা বা পরিচালকদের কাছে রয়েছে ৩৪ দশমিক ৬৪ শতাংশ। ♦